Vivo Y78 5G বাজেটের মধ্যে বাজারে এন্ট্রি নিচ্ছে, থাকবে 5000mAh ব্যাটারি

Vivo চলতি মাসে একাধিক ভিভাইস বাজারে আনতে চলেছে। এদের মধ্যে আছে দীর্ঘ প্রতীক্ষিত Vivo X Fold 2 ও কোম্পানির প্রথম ফ্লিপ ফোন Vivo X Flip।…

Vivo চলতি মাসে একাধিক ভিভাইস বাজারে আনতে চলেছে। এদের মধ্যে আছে দীর্ঘ প্রতীক্ষিত Vivo X Fold 2 ও কোম্পানির প্রথম ফ্লিপ ফোন Vivo X Flip। আবার শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে Vivo Pad 2। এছাড়াও সংস্থাটি মিড রেঞ্জ ডিভাইস Vivo Y78+ এর উপর কাজ করছে। তবে শুধু প্লাস মডেল নয়, এই সিরিজের বেস মডেল অর্থাৎ Vivo Y78 5G -ও বাজারে এন্ট্রি নেবে। আজ ফোনটি NCC থেকে ছাড়পত্র লাভ করেছে।

Vivo Y78 5G পেল NCC থেকে অনুমোদন

ন্যাশনাল কমিউনিকেশন কমিশন বা এনসিসি সার্টিফিকেশন সাইটে Vivo Y78 5G কে V2244 মডেল নম্বর সহ দেখা যায়। এটি তাইওয়ানের সার্টিফিকেশন সাইট। এখান থেকে জানা গেছে, ফোনটি ৩৩ ওয়াট অ্যাডাপ্টার ও টাইপ-এ, টাইপ-সি চার্জিং কেবল সহ আসবে। আর এতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

এছাড়া এই অথোরিটি সাইট থেকে Vivo Y78 5G এর কিছু ছবি সামনে এসেছে, যেখান থেকে ফোনটির ডিজাইন দেখা গেছে। এটি দেখতে অনেকটাই Vivo Y78+ 5G ফোনের মতো। পিছনে ক্যামেরার জন্য দুটি রিং দেখা গেছে। আর সামনে পাঞ্চ হোল কাট আউট সহ কার্ভড ডিসপ্লে থাকবে।

যদিও এছাড়া ভিভো ওয়াই৭৮ ৫জি সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে আশা করা যায় শীঘ্রই একে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে নতুন নতুন তথ্য উঠে আসবে। তবে আমরা নিশ্চিত ফোনটি হাই বাজেট রেঞ্জে আসবে। আর প্লাস মডেলের মতো এতেও স্ন্যাপড্রাগন প্রসেসর থাকতে পারে।