Vivo Y78T: সস্তায় দুর্ধর্ষ ফোন আনল ভিভো, রয়েছে 6,000mah ব্যাটারি, 50MP ক্যামেরা

সম্প্রতি চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং টেনা (TENAA)-এর ডেটাবেসে V2312BA মডেল নম্বর সহ একটি ভিভো ফোনকে দেখা গিয়েছিল। অবাক করে সেটি এখন চীনে Vivo Y78t…

সম্প্রতি চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং টেনা (TENAA)-এর ডেটাবেসে V2312BA মডেল নম্বর সহ একটি ভিভো ফোনকে দেখা গিয়েছিল। অবাক করে সেটি এখন চীনে Vivo Y78t নামে একটি নতুন Y78-সিরিজ স্মার্টফোন হিসাবে কোনও আড়ম্বর ছাড়াই লঞ্চ করা হয়েছে। নয়া ডিভাইসতে রয়েছে এলসিডি প্যানেল, Snapdragon 6 Gen 1 চিপসেট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৬,০০০ এমএএইচ ব্যাটারি। চলুন Vivo Y78t-এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Vivo Y78t-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ভিভো ওয়াই৭৮টি-এ ৬.৬৪ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ১,০৮০ x ২,৩৮৮ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত।

ভিভো ওয়াই৭৮টি তিনটি কনফিগারেশনে পাওয়া যাবে – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। নিরাপত্তার জন্য, ডিভাইসের ডান প্রান্তে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩.০ (OriginOS 3.0) কাস্টম স্কিনে রান করে।

ভিভো ওয়াই৭৮টি-এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের বোকেহ লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে, একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভো ওয়াই৭৮টি-এ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, Vivo Y78t ডুয়েল সিম, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকের মতো অন্যান্য বৈশিষ্ট্যগুলিও অফার করে৷ স্পেসিফিকেশনগুলি নির্দেশ করে যে এই ভিভো ফোনটি আসলে iQOO Z8x-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ, যা আগস্ট মাসে চীনে আত্মপ্রকাশ করেছিল।

Vivo Y78t-এর মূল্য, উপলব্ধতা

চীনে Vivo Y78t-এর সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,২২০ টাকা) বলে জানা গিয়েছে। অর্থাৎ কম মেমরি অপশনগুলির দাম আরও সস্তা। এটি আগামী ২২ অক্টোবর থেকে ব্ল্যাক, হোয়াইট এবং গ্রীন কালার অপশনে বিক্রির জন্য উপলব্ধ৷ এটি চীনের বাইরে লঞ্চ হবে কিনা, সে সম্পর্কে এখনও কোম্পানির তরফে কিছু নিশ্চিতভাবে জানানো হয়নি।