বিশাল বড় ৭৫ ইঞ্চি স্ক্রিন সহ লঞ্চ হল Vu QLED Premium TV, দাম জেনে নিন

ভারতের অন্যতম জনপ্রিয় অনলাইন টেলিভিশন ব্র্যান্ড Vu (ভিউ) আজ দেশীয় বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্ট টিভির ওপর থেকে পর্দা সরালো, যার নাম Vu QLED Premium TV…

ভারতের অন্যতম জনপ্রিয় অনলাইন টেলিভিশন ব্র্যান্ড Vu (ভিউ) আজ দেশীয় বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্ট টিভির ওপর থেকে পর্দা সরালো, যার নাম Vu QLED Premium TV (ভিউ কিউএলইডি প্রিমিয়াম টিভি)। নয়া এই স্মার্ট টিভিতে আছে হাই রেজোলিউশনের স্ক্রিন, ৪০ ওয়াট সাউন্ড আউটপুট, ডলবি ভিশন, HDR10 ও HLG সাপোর্ট ও ২ জিবি র‌্যাম। আসুন নতুন Vu QLED Premium TV-র সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম জেনে নেওয়া যাক

Vu QLED Premium TV-র স্পেসিফিকেশন

সদ্য বাজারে আসা ভিউ কিউএলইডি প্রিমিয়াম টিভিতে আল্ট্রা এইচডি রেজোলিউশন, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, অ্যান্টি-গ্লেয়ার এবং কোয়ান্টাম ডট প্রযুক্তিসহ ৭৫ ইঞ্চি কিউএলইডি প্যানেল রয়েছে। এই ডিসপ্লে কালার-রিচড ভিজ্যুয়াল অফার করবে এবং ডলবি ভিশন, HDR10, HLG ইত্যাদি প্রযুক্তি সমর্থন করবে। ভিউ কিউএলইডি প্রিমিয়াম টিভিতে ২ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৬৪ বিট কোয়াড কোর সিপিইউ উপস্থিত। এর সাথে আছে এআই (AI) পিকচার বুস্টার, মেটাল ফ্রেম ডিজাইন, পাতলা বেজেল এবং স্টেডিয়ামের মতো এক্সপিরিয়েন্স এবং একটি ডেডিকেটেড ক্রিকেট মোড। উল্লেখ্য, এর রিমোটে ইউজাররা নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, গুগল প্লে এবং ইউটিউবের জন্য হট-কি পাবেন।

অডিওর জন্য, Vu QLED Premium TV ডলবি অ্যাটমস সমর্থনসহ একটি ৪০ ওয়াট স্পিকার সহ এসেছে। এছাড়া মিলবে একটি অটো গেম মোড যা গেমিং কনসোল থেকে ইনপুট ল্যাগ হ্রাস করবে৷ উপরন্তু, এই টিভিতে গেমিং চলাকালীন মোশন সিকোয়েন্স অ্যাডজাস্ট করার জন্য MJC সেটিংও রয়েছে, যার ফলে এটি 4K রেজোলিউশনের পাশাপাশি ৬০ হার্টজ এবং ১০ বিট এইচডিআর ইনপুট সিগন্যালের জন্য কম ইনপুট ল্যাগ বজায় রাখবে। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে মিলবে চারটি HDMI পোর্ট (HDMI 2.1 eARC সহ), তিনটি ইউএসবি পোর্ট, ব্লুটুথ ৫.০ এবং ওয়াইফাই সাপোর্ট৷ স্মার্ট টিভিটি অ্যান্ড্রয়েড ১১ টিভি ওএস-এ রান করবে।

Vu QLED Premium TV-র মূল্য এবং উপলব্ধতা

নতুন ভিউ কিউএলইডি প্রিমিয়াম টিভির দাম রাখা হয়েছে ১,১৯,৯৯৯ টাকা, এটি আগামী ৭ই জানুয়ারী ফ্লিপকার্ট থেকে বিক্রি হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা এইচএসবিসি (HSBC) ক্রেডিট কার্ডে ১০% ছাড় (১,৫০০ টাকা পর্যন্ত) পেতে পারেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন