Smartphone Tips

শীতের তুলনায় গরমকালে কেন ফোন চার্জ স্লো হয়ে যায়? আসল কারণ জানলে দীর্ঘদিন ভালো থাকবে ব্যাটারি

শীতকালের তুলনায় গরমে স্মার্টফোনের চার্জ ধীর গতিতে হয়। অনেকেই এই সমস্যার মুখোমুখি হয়েছেন। কিন্তু ঠিক কী কারণে চার্জের গতি কমে যায় তা জানেন কী? আসুন দেখে নেওয়া যাক।

Admin Techgup 15 Nov 2024 7:30 PM IST

শীতকালের তুলনায় গরমকালে অসংখ্য স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ডিভাইস চার্জ দেওয়ার সময় একটি সাধারণ সমস্যার সম্মুখীন হোন - ধীর গতিতে চার্জ হওয়া। কিছু ক্ষেত্রে চার্জের গতি কমে যায়, আবার কোনও সময় চার্জ বন্ধ হয়ে যায়। এই সমস্যাগুলি কেন ঘটে তা অনেকেই বুঝতে পারেন না। কীভাবে স্মার্টফোনের চার্জ ঠিক রাখবেন পদ্ধতি জেনে নিন।

শীতের তুলনায় গরমে স্মার্টফোনের সমস্যা

স্মার্টফোন মানুষের মতোই পরিবেষ্টিত তাপমাত্রায় সবথেকে ভালো কাজ করতে পারে। গরমকালে উচ্চ তাপমাত্রা ডিভাইসের পরিবেষ্টিত তাপমাত্রা বাড়িয়ে তোলে। ওয়েব ব্রাউজিং করার মতো সাধারণ কাজগুলিও ফোনকে গরম করতে পারে। আধুনিক স্মার্টফোনগুলি শক্তিশালী প্রসেসর এবং উজ্জ্বল ডিসপ্লের কারণে দ্রুত গরম হয়ে যায়। ঠান্ডা হতে বা আগের তাপমাত্রায় ফিরে হতে আসতে কয়েক মিনিট সময় লাগে।

গ্রীষ্মে স্মার্টফোনের চার্জিং সমস্যা

প্রায়শই তাপের ক্ষতি রোধ করার জন্য একটি অন্তর্নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে গরমকালে স্মার্টফোনের চার্জ বন্ধ হয়ে যায়। যদিও আধুনিক অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি দ্রুত চার্জ হয়। যখন অভ্যন্তরীণ সেন্সরগুলি দ্রুত তাপমাত্রা বৃদ্ধি শনাক্ত করে, তখন ডিভাইসটি ঠান্ডা না হওয়া পর্যন্ত চার্জ কমিয়ে দেয় বা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।

এই পরিস্থিতিতে চার্জ করার সময় ফোনের কেসটি খুলে রাখা উচিত। সম্ভব হলে ওয়্যারলেস থেকে তারযুক্ত চার্জিং-এ স্যুইচ করা উচিত। পাশাপাশি চার্জ করার সময় গেম খেলা এড়িয়ে যেতে হবে। কারণ গেমিংয়ের ফলে উল্লেখযোগ্যভাবে তাপ উৎপাদন বাড়তে পারে। কিছু ফোনে আবার প্রসেসরে সরাসরি শক্তি পাঠানোর জন্য একটি বাইপাস চার্জিং বৈশিষ্ট্য থাকে। তবে অতিরিক্ত গরম হওয়া রোধ করার জন্য চার্জিংয়ের সময় গেমিং এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়ার কারণ

ওভারহিটিং বা খারাপ ব্যাটারি একটি ডিভাইসকে তার কর্মক্ষমতার সর্বোচ্চ সীমাতে ঠেলে দিতে পারে। থার্ড পার্টি চার্জার ব্যবহার করলেও অতিরিক্ত গরম হতে পারে।

স্মার্টফোনের যত্ন নেওয়ার কিছু উপায়

ব্যাটারির আয়ু বাড়াতে এবং সর্বোত্তম কর্মক্ষমতা নিশ্চিত করতে সর্বদা আসল চার্জার ব্যবহার করুন।

ডিভাইস অতিরিক্ত গরম হলে বিশ্রাম দিন।

ব্যাটারি ড্রেনিং এড়িয়ে চলুন।

অতিরিক্ত চার্জ করবেন না।

স্মার্টফোনের বডিতে কোনও ক্ষতি হয়েছে কিনা নিশ্চিত করুন।

স্মার্টফোনে বাহ্যিক চাপ এড়িয়ে চলুন।

জলের সংস্পর্শে এলে চার্জ করার আগে ফোনটি সম্পূর্ণ শুকনো আছে কিনা নিশ্চিত করুন।

Show Full Article
Next Story