সবচেয়ে হালকা 5G ফোন এখন পাবেন মাত্র 6899 টাকায়, দুর্দান্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে Flipkart
বর্তমানে ভারতের প্রায় সমস্ত জায়গাতেই উপলব্ধ হয়েছে 5G নেটওয়ার্ক। এমতাবস্থায় সমস্ত সেল পেরিয়ে এসে বছর শেষে আপনি যদি...বর্তমানে ভারতের প্রায় সমস্ত জায়গাতেই উপলব্ধ হয়েছে 5G নেটওয়ার্ক। এমতাবস্থায় সমস্ত সেল পেরিয়ে এসে বছর শেষে আপনি যদি উন্নত মানের নেটওয়ার্ক পরিষেবা পেতে একটি 5G ফোন কিনতে চান, কিন্তু তার জন্য আপনার বাজেট হয় টাইট, তাহলে আপনার জন্য আজ রয়েছে দারুণ একটি অফারের সন্ধান। আসলে এই মুহূর্তে Flipkart Super Shaadi Sale লাইভ রয়েছে, যেখানে বিশ্বের সবচেয়ে হালকা এবং ওয়াটার রেজিস্ট্যান্ট 5G স্মার্টফোন Motorola Edge 40 Neo 5G ব্যাপক কম দামে পাওয়া যাচ্ছে। অফার এতটাই আকর্ষণীয় যে, ভাগ্য ভালো থাকলে আপনি ৭ হাজারের কম দামে কিনতে পারবেন এই ফোন। আর, এতে 50MP ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং 68W ফাস্ট চার্জিং সাপোর্টের মতো ফিচারও আঙুলের ডগায় পেয়ে যাবেন। তো আসুন দেখে নিই, Motorola Edge 40 Neo 5G ফোনে কী অফার পাওয়া যাচ্ছে এবং এটিতে ঠিক কী কী ফিচার আছে।
Motorola Edge 40 Neo 5G-তে নজরকাড়া ছাড় দিচ্ছে Flipkart
মোটোরোলা এজ্ ৪০ নিও ৫জি ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য এমনিতে ২৭,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট সুপার শাদী সেলে এতে ৫,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার ফলে এটি ২২,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে স্মার্টফোনটি কেনার সময় কানারা (Canara) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১,০০০ টাকা ছাড় পাবেন।
আবার, আপনি যদি কোনো পুরোনো ফোনের বিনিময়ে এই মোটো স্মার্টফোনটি কেনেন, তাহলে ১৬,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে। মানে কোনোভাবে সমস্ত অফার কাজে লাগাতে পারলে আপনার খরচ হবে মাত্র ৬,৮৯৯ টাকা খরচ হবে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু কিন্তু নির্ভর করবে পুরোনো ফোনের অবস্থা, মডেল এবং ব্র্যান্ডের উপর।
Motorola Edge 40 Neo 5G-এর স্পেসিফিকেশন
মোটোরোলা এজ্ ৪০ নিও ৫জি স্মার্টফোনটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৫ ইঞ্চি ফুলএইচডি+ পি-ওলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট; কোম্পানির দাবি, এটি ১৫ মিনিটের চার্জে ৫০% চার্জ হয়ে যাবে।
অন্যদিকে, ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও পাবেন। এটি আইপি৬৮ (IP68) রেটিংও অফার করবে। এছাড়া কানেক্টিভিটির জন্য পাবেন ওয়াই-ফাই ৬ প্রযুক্তি, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ সি পোর্ট ইত্যাদি অপশনও।