৪৪ শতাংশ সস্তায় কিনুন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Xiaomi 5G ফোন, ১৭ মিনিটে হবে ফুল চার্জ

শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে এমআরপির চেয়ে ৪৪ শতাংশ কম দামে পাওয়া যাচ্ছে Xiaomi 11T Pro 5G। এই ফোনের ৮ জিবি র‌্যাম ও ২৫৬...
techgup 26 Aug 2023 12:30 PM IST

শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে এমআরপির চেয়ে ৪৪ শতাংশ কম দামে পাওয়া যাচ্ছে Xiaomi 11T Pro 5G। এই ফোনের ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের এমআরপি ৫২,৯৯৯ টাকা। তবে অফারে এটি পাওয়া যাচ্ছে ২৯,৯৯৯ টাকায়। আবার আপনি যদি ডিভাইসটি কেনার সময় মোবিকুইকের ওয়ালেট ব্যবহার করেন, তবে ২০% পর্যন্ত ক্যাশব্যাক অতিরিক্ত মিলবে। উল্লেখ্য, Xiaomi 11T Pro 5G ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা।

Xiaomi 11T Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি ১১টি প্রো ৫জি মডেলে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন এক্স৬০ ৫জি মডেমের সঙ্গে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডট ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল। ডিসপ্লেটি ডলবি ভিশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাসও দেওয়া হচ্ছে।

ফটোগ্রাফির জন্য Xiaomi 11T Pro 5G ফোনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফির জন্য এই হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, এই ফোনটি ১৭ মিনিটেই ১০০% চার্জ হয়ে যায়। অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম স্কিনে পাওয়া যাবে।

Show Full Article
Next Story