Xiaomi 12 Lite এবার এশিয়ার দুই দেশে লঞ্চ হল, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা
গত মাসে অর্থাৎ জুলাইয়ে Xiaomi 11 Lite 5G NE -এর উত্তরসূরি হিসেবে ইউরোপের বাজারে আত্মপ্রকাশ করেছিল Xiaomi 12 Lite। আর...গত মাসে অর্থাৎ জুলাইয়ে Xiaomi 11 Lite 5G NE -এর উত্তরসূরি হিসেবে ইউরোপের বাজারে আত্মপ্রকাশ করেছিল Xiaomi 12 Lite। আর আগস্টের শেষ প্রান্তে এসে ১২তম প্রজন্মের এই লেটেস্ট হ্যান্ডসেটকে অবশেষে নির্বাচিত কয়েকটি এশিয়ার আঞ্চলিক বাজারেও উপলব্ধ করা হল। Xiaomi তাদের এই মিড-রেঞ্জের ডিভাইসকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ২টি প্রধান দেশ, ফিলিপাইন এবং মালয়েশিয়ায় আজ লঞ্চ করলো। একই সাথে, আলোচ্য দুটি দেশের গ্রাহক-বেসের জন্য Xiaomi 12 Lite ফোনের প্রি-অর্ডারের কার্যক্রম ইতিমধ্যেই লাইভ করে দেওয়া হয়েছে বলেও ঘোষণা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।
শাওমি ১২ লাইট -এর দাম (Xiaomi 12 Lite price)
মালয়েশিয়ায় সদ্য লঞ্চের মুখ দেখা শাওমি ১২ লাইট ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের দাম ১,৬৯৯ RM বা মালয়েশিয়ান রিংগিত (ভারতীয় মূল্যে প্রায় ৩০,১০০ টাকা) রাখা হয়েছে। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনকে ১,৮৯৯ RM বা মালয়েশিয়ান রিংগিতে (প্রায় ৩৩,৭০০ টাকা) পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, ফিলিপাইনে শাওমি ১২ লাইট ফোনটিকে ২টি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনে অফিসিয়াল করা হয়েছে। সেক্ষেত্রে, ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ২০,৯৯৯ ₱ বা ফিলিপাইন পেসো (প্রায় ২৯,৮০০ টাকা) ও ২১,৯৯৯ ₱ বা ফিলিপাইন পেসো (প্রায় ৩১,২০০ টাকা) বরাদ্দ করা হয়েছে। এটি লাইট গ্রিন, লাইট পিঙ্ক এবং ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।
মালয়েশিয়া এবং ফিলিপাইন উভয় দেশের জন্যই শাওমি ১২ লাইট স্মার্টফোনের প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়েছে, যা ২৬শে আগস্ট পর্যন্ত লাইভ থাকবে৷
শাওমি ১২ লাইট -এর স্পেসিফিকেশন (Xiaomi 12 Lite specification)
শাওমি ১২ লাইট স্মার্টফোনে একটি ৬.৫৫-ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লে - ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, অ্যাডাপ্টিভ স্ক্যান, ডলবি ভিশন এবং HDR10+ টেকনোলজি সমর্থন করে৷ উন্নত পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি মিড-রেঞ্জ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ডুয়াল-ব্যান্ড ৫জি সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন দ্বারা চালিত।
ফটোগ্রাফির জন্য শাওমি আনীত আলোচ্য স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল - ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর হ্যান্ডসেটের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে, এটি ডলবি অ্যাটমস সমর্থিত ডুয়াল স্পিকার সিস্টেম অফার করে। Xiaomi 12 Lite স্মার্টফোনে ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৬৭ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।