জোড়া সুখবর! Xiaomi 12 Pro ও Xiaomi 12X পাচ্ছে নয়া ফিচারে পরিপূর্ণ MIUI 14 আপডেট
সর্বশেষ Android 13 অপারেটিং সিস্টেম লঞ্চ হওয়ার পরে, Xiaomi তাদের মোবাইল অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন MIUI 14 রিলিজ...সর্বশেষ Android 13 অপারেটিং সিস্টেম লঞ্চ হওয়ার পরে, Xiaomi তাদের মোবাইল অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন MIUI 14 রিলিজ করেছিল। আলোচ্য কাস্টম ইউজার ইন্টারফেস ডিভাইসে বিভিন্ন প্রকারের অপ্টিমাইজেশান নিয়ে এসেছে, যার মধ্যে সামিল রয়েছে উন্নত ব্যাটারি লাইফ এবং দ্রুত অ্যাপ লঞ্চ টাইম। আবার আরো উন্নত 'ইউজার এক্সপিরিয়েন্স' প্রদানের জন্য এই নয়া সিস্টেম - রিভ্যাম্পড সিস্টেম অ্যাপস, সুপার আইকন সাপোর্ট, উন্নত পারফরম্যান্স, রিডিজাইন অ্যাপস, ওয়ালপেপার, নতুন উইজেট, উন্নত হোম স্ক্রিন ফিচার সহ আরও অনেক কিছু অফার করবে। এক্ষেত্রে Android 13 ভিত্তিক লেটেস্ট MIUI 14 আপডেট Xiaomi-র বেশ কয়েকটি ফোনে আসছে। এই তালিকায় সামিল রয়েছে - Xiaomi 12X এবং Xiaomi 12 Pro। যার মধ্যে Xiaomi 12X ফোনটি শীঘ্রই আপডেট পাবে। অন্যদিকে Xiaomi 12 Pro এর ইউরোপীয়ান মডেলটি সম্প্রতি MIUI 14 আপডেট পেয়েছে।
Xiaomi 12X স্মার্টফোনের MIUI 14 আপডেটের স্ট্যাটাস:
২০২১ সালের ডিসেম্বরে আত্মপ্রকাশ করা শাওমি ১২এক্স ফ্ল্যাগশিপ স্মার্টফোন বর্তমানে অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম রম দ্বারা চালিত। তবে আসন্ন আপডেট অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) -এর সাথে আলোচ্য মডেলটি তুলনায় অনেক দ্রুত, আরও স্থিতিশীল এবং প্রতিক্রিয়াশীল পারফরম্যান্স অফার করবে। সর্বোপরি এই আপডেট ব্যাপক ভাবে ডিভাইসের ব্যাটারি এবং কর্মক্ষমতা উন্নীত করবে।
প্রসঙ্গত, শাওমি ১২এক্স স্মার্টফোনের এমআইইউআই ১৪ আপডেটের লেটেস্ট অভ্যন্তরীণ এমআইইউআই বিল্ডগুলি হল যথাক্রমে - V14.0.1.0.TLDEUXM এবং V14.0.5.0.TLDCNXM ৷ উপলব্ধতার কথা বললে, উক্ত ফোনের ওএস আপডেট প্রস্তুত আছে। মনে করা হচ্ছে, এমআইইউআই ১৪ আপডেটকে খুব শীঘ্রই অর্থাৎ আগামী ১ বা ২ সপ্তাহের মধ্যে রিলিজ করা হবে। কেননা বিল্ডগুলি দীর্ঘদিন ধরে পরীক্ষাধীন ছিল।
Xiaomi 12 Pro স্মার্টফোনের MIUI 14 আপডেট স্ট্যাটাস :
শাওমি ১২ প্রো ফোনটিও ২০২১ সালে বাজারে এসেছিল৷ এই মুহূর্তে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম রমে রান করে। এক্ষেত্রে লঞ্চ-পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত ডিভাইসটি কোনো ওএস আপডেট পায়নি৷ কিন্তু আজ সংস্থা দ্বারা শাওমি ১২ প্রো ফোনের জন্য প্রকাশিত এমআইইউআই ১৪ আপডেটের সাথে, ডিভাইসটি প্রথমবার অ্যান্ড্রয়েড আপডেট পেল। ফলে উক্ত ফোনের ইউরোপীয় অঞ্চলের ব্যবহারকারীরা এখন থেকে সর্বশেষ এমআইইউআই ১৪ -এর প্রত্যেকটি ফিচার উপভোগ করতে পারবেন। সর্বোপরি শাওমি বিকশিত মোবাইল অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সনের আপডেট একাধিক অপ্টিমাইজেশান অফার করবে। উল্লেখ্য, শাওমি ১২ প্রো -এর এমআইইউআই ১৪ আপডেটের লেটেস্ট অভ্যন্তরীণ এমআইইউআই বিল্ড নম্বর হল V14.0.7.0.TLBEUXM৷
প্রসঙ্গত ইউরোপের জন্য প্রকাশিত প্রথম শাওমি ১২ প্রো এমআইইউআই ১৪ আপডেটের চেঞ্জলগ ইতিমধ্যেই রিলিজ করেছে শাওমি।
Xiaomi 12X এবং 12 Pro স্মার্টফোনের জন্য MIUI 14 আপডেট কীভাবে ডাউনলোড করা যাবে?
শাওমি ১২এক্স এবং ১২ প্রো স্মার্টফোন ব্যবহারকারীরা এমআইইউআই ডাউনলোডার (MIUI Downloader) -এর মাধ্যমে নতুন ওএস আপডেট ডাউনলোড করতে পারবেন। সর্বোপরি, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ডাউনলোড করার ক্ষেত্রে এমআইইউআই ১৪ কাস্টম স্কিনের একাধিক ‘হিডেন’ বা লুকানো ফিচার কীভাবে অ্যাক্সেস করা সম্ভব সেই ট্রিক সম্পর্কেও জানার সুযোগ পেয়ে যাবেন আপনারা।