Xiaomi 12 Pro, Xiaomi Pad 5 স্ন্যাপড্রাগন প্রসেসর ও 120W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হল, দাম দেখে নিন
Xiaomi 12 Pro, Xiaomi Pad 5 আজ অর্থাৎ ২৭ এপ্রিল, বুধবার ভারতে লঞ্চ হল। ডিভাইসগুলি আগেই চীন সহ বিশ্ব বাজারে উপলব্ধ।...Xiaomi 12 Pro, Xiaomi Pad 5 আজ অর্থাৎ ২৭ এপ্রিল, বুধবার ভারতে লঞ্চ হল। ডিভাইসগুলি আগেই চীন সহ বিশ্ব বাজারে উপলব্ধ। এরমধ্যে Xiaomi 12 Pro ফোনে আছে ১২০ হার্টজ ই৫ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ও ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ফোনটি OnePlus 10 Pro, Samsung Galaxy S22 এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে Xiaomi Pad 5 এসেছে 2.5K রেজোলিউশনের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর ও ডলবি অ্যাটমস সাপোর্ট সহ।
শাওমি ১২ প্রো, শাওমি প্যাড ৫ এর ভারতে দাম (Xiaomi 12 Pro, Xiaomi Pad 5 Price in India)
শাওমি ১২ প্রো ফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬২,৯৯৯ টাকা। আবার ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬৬,৯৯৯ টাকা থেকে। তবে লঞ্চ অফার হিসেবে ফোনটি শুরুতে ৪,০০০ টাকা ছাড়ে পাওয়া যাবে। আবার ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ৬,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া নো কস্ট ইএমআই অপশনের সাথে ফোনটি কেনা যাবে। শাওমি ১২ প্রো ফোনটি কউচার ব্লু, নোয়ার ব্ল্যাক ও অপেরা মাউভ কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। আগামী ২ মে থেকে ফোনটি অ্যামাজন, এমআই ডট কম ও এমআই হোম স্টোর থেকে বিক্রি হবে।
জানিয়ে রাখি, আগামী ১ মে থেকে শুরু হচ্ছে 'Special Xiaomi Fan Sale।' এই সেলে Xiaomi 12 Pro ফোনটি ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে বিক্রি হবে।
অন্যদিকে শাওমি প্যাড ৫ ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা, আবার ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। তবে অফারে ট্যাবলেটটির দুটি ভ্যারিয়েন্ট শুরুতে ২৪,৯৯৯ টাকায় ও ২৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। কসমিক গ্রে কালারে ট্যাবলেটটি আগামী ৩ মে থেকে ট্যাবলেটটি Amazon, Mi.com, Mi Home এর মাধ্যমে কেনা যাবে।
Xiaomi 12 Pro 5G এর স্পেসিফিকেশন, ফিচার
শাওমি ১২ প্রো ৫জি ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭৩ ইঞ্চির ডাব্লিউকিউএইচডি+ (১,৪৪০x৩,২০০ পিক্সেল) স্যামসাং ই৫ অ্যামোলেড এলটিপিও পাঞ্চ-হোল ডিসপ্লে, যা ১,৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট অফার করে। এতে ডলবি ভিশন ও HDR10+ সাপোর্ট করবে। শাওমি ১২ প্রো ৫জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত। সাথে আছে অ্যাড্রনো ৭৩০ জিপিইউ। ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম (LPDDR5) এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ পাওয়া যাবে।
ক্যামেরার কথা বললে, Xiaomi 12 Pro 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭০৭ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের পোট্রেট সেন্সর এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। রিয়ার ক্যামেরা ২৪ এফপিএস ফ্রেম রেটে ৮কে (8K) ভিডিও রেকর্ড করতে পারবে। এছাড়া এতে শাওমি প্রোফোকাস মোড, নাইট মোড, পোট্রেট মোড প্রভৃতি ফিচার সাপোর্ট করবে।
Xiaomi 12 Pro 5G- এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৫জি, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভি৫.২, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এছাড়াও, এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ইনফ্রারেড (IR) ব্লাস্টার উপলব্ধ। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12 Pro 5G ফোনে দেওয়া হয়েছে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট শাওমি হাইপার চার্জ ওয়্যার্ড চার্জিং, কুইক চার্জ ৪ এবং ৫০ ওয়াট টার্বো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটির ওজন ২০৫ গ্রাম।
Xiaomi Pad 5 এর স্পেসিফিকেশন, ফিচার
শাওমি প্যাড ৫ ট্যাবে ১১ ইঞ্চির 2.5K+ (২৫৬০×১৬০০ পিক্সেল) ট্রু টোন ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ব্রাইটনেস ৫০০ নিটস এবং অ্যাসপেক্ট রেশিও ১৬:১০। এই প্যানেলে ডলবি ভিশন ও HDR10 সাপোর্ট করবে। শাওমি প্যাড ৫ ট্যাবলেটে অ্যাড্রনো ৬৪০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৬ জিবি র্যাম (LPDDR4X) এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যাবে। ট্যাবটি অ্যান্ড্রয়েড ১১ ওএস ভিত্তিক MIUI 12.5 কাস্টম স্কিনে (ট্যাব) রান করবে। এছাড়া এই প্যাড ৫ ফেস আনলক এবং মাল্টিটাস্কিংয়ের জন্য স্প্লিট স্ক্রিন সমর্থন সহ এসেছে।
ক্যামেরার কথা বললে, Xiaomi Pad 5 ট্যাবলেটে আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরা ৩০ এফপিএস-এ ৪কে (4K) ভিডিও রেকর্ড করতে পারে, যেখানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ১০৮০পি ভিডিও রেকর্ড করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে মিলবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৮,৭২০ এমএএইচ ব্যাটারি। নির্মাতা সংস্থার মতে এই ব্যাটারি ফুল চার্জে ১০ ঘন্টা পর্যন্ত গেমিং, ১৬ ঘন্টার ভিডিও প্লেব্যাক এবং ৫ দিনের মিউজিক প্লেব্যাক অফার করে। Xiaomi Pad 5 ট্যাবলেটে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ চারটি স্পিকার রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে আছে ওয়াইফাই, ব্লুটুথ ৫, ইউএসবি টাইপ-সি পোর্ট।