Xiaomi 12 Pro একধাক্কায় আরও 10 হাজার টাকা সস্তা হল, এত কম দামে এই প্রথম কেনার সুযোগ

গত ফেব্রুয়ারি মাসে Xiaomi তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 13 -কে ভারতে লঞ্চ করেছিল। যার পর পরই সংস্থাটি পূর্বসূরি Xiaomi 12 Pro স্মার্টফোনের দাম…

গত ফেব্রুয়ারি মাসে Xiaomi তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 13 -কে ভারতে লঞ্চ করেছিল। যার পর পরই সংস্থাটি পূর্বসূরি Xiaomi 12 Pro স্মার্টফোনের দাম একধাক্কায় প্রায় ৮,০০০ টাকা কমানোর ঘোষণা করে। আর আজ (১৯শে মে) দ্বিতীয়বারের জন্য এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেলটিকে ১০,০০০ টাকা পর্যন্ত হ্রাসপ্রাপ্ত মূল্যে বিক্রি করার কথা জানালো Xiaomi। ফোনটির উভয় স্টোরেজ ভ্যারিয়েন্টেরই দাম কমানো হয়েছে। চলুন Xiaomi 12 Pro ফোনের নতুন দাম সম্পর্কে জেনে নেওয়া যাক…

Xiaomi 12 Pro স্মার্টফোনের নতুন দাম

২০২২ সালের এপ্রিল মাসে শাওমি ১২ প্রো স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল ভারতে। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ৬২,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ৬৬,৯৯৯ টাকা রাখা হয়। তবে প্রথমবার দাম কমার পর ৮ জিবি এবং ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে ৫৪,৯৯৯ টাকায় ও ৫৮,৯৯৯ টাকায় কেনা যাচ্ছিল। আর এখন অর্থাৎ দ্বিতীয়বারের জন্য ১০,০০০ টাকা মূল্যহ্রাসের পর উক্ত দুটি স্টোরেজ বিকল্পকে যথাক্রমে ৪৪,৯৯৯ টাকা ও ৪৮,৯৯৯ টাকা খরচ করে পকেটস্থ করা যাবে। শাওমি ১২ প্রো -কে তিনটি কালার অপশনে কেনা যাবে – কউচার ব্লু, নোয়ার ব্ল্যাক ও অপেরা মাউভ।

Xiaomi 12 Pro 5G -এর ফিচার ও স্পেসিফিকেশন

শাওমি ১২ প্রো ৫জি ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭৩ ইঞ্চির WQHD+ (১,৪৪০x৩,২০০ পিক্সেল) স্যামসাং ই৫ অ্যামোলেড LTPO পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ডিসপ্লে, ১,৫০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। ফাস্ট-পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য শাওমির এই হ্যান্ডসেটটি, অ্যাড্রনো ৭৩০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে। আর স্টোরেজ হিসাবে এতে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম বর্তমান।

ক্যামেরা বিভাগের কথা বললে, Xiaomi 12 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX707 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য আলোচ্য হ্যান্ডসেটে – 5G, ডুয়াল সিম, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মত অপশন সামিল রয়েছে। তদুপরি, সিকিউরিটি ফিচার হিসাবে শাওমির এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 12 Pro 5G -তে ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট শাওমি হাইপার চার্জ ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট টার্বো ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এর ওজন ২০৫ গ্রাম।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন