দুর্দান্ত ক্যামেরা, Xiaomi 12S Ultra -র কাছে পাত্তা পেল না iPhone 13 Pro Max

Xiaomi গত জুলাই মাসে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 12S Ultra-কে হোম-মার্কেটে লঞ্চ করেছিল। তৎকালীন সময়ে ডিভাইসটি ক্যামেরা পারফরম্যান্সের জন্য অনেকের কাছে প্রশংসিত হয়েছিল। আর…

Xiaomi গত জুলাই মাসে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 12S Ultra-কে হোম-মার্কেটে লঞ্চ করেছিল। তৎকালীন সময়ে ডিভাইসটি ক্যামেরা পারফরম্যান্সের জন্য অনেকের কাছে প্রশংসিত হয়েছিল। আর এখন অর্থাৎ লঞ্চের ঠিক ২ মাস পর আলোচ্য হ্যান্ডসেটটির ক্যামেরা পরীক্ষা করে ফলাফল জানাল DxOMark। চলুন ফরাসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস সংস্থা DxOMark -এর ক্যামেরা পরীক্ষায় Xiaomi ফ্ল্যাগশিপটি কত স্কোর করলো দেখে নেওয়া যাক।

DxOMark ক্যামেরা টেস্টে iPhone 13 Pro Max -কে হারিয়ে পঞ্চম স্থান অধিকার করলো Xiaomi 12S Ultra

DxOMark পরিচালিত ক্যামেরা টেস্টিংয়ে, গ্লোবাল র‍্যাঙ্কিং অনুসারে শাওমি ১২এস আল্ট্রা স্মার্টফোনটি ১৩৮ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে এই ডিভাইসের ক্যামেরা পারফরম্যান্স এতটাই ভালো ছিল যে, পূর্বে পঞ্চম স্থানে অবস্থানকারী iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max মডেল দুটিকে তাদের জায়গা থেকে বেদখল করে দিয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২১ সালে আগত উভয় অ্যাপল আইফোনই পরীক্ষায় ১৩৭ পয়েন্ট স্কোর করেছিল।

সামগ্রিকভাবে দেখতে গেলে, শাওমি ১২এস আল্ট্রা স্মার্টফোন বেশিরভাগ ক্ষেত্রেই চমৎকার ইমেজ কোয়ালিটি অফার করেছে। যার জন্য অনেক ফোন প্রেমীদের থেকে যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছে ডিভাইসটি। ক্যামেরায় বহুমুখি ফিচার বিদ্যমান থাকায়, ব্যবহারকারীরা পরিস্থিতি অনুসারে মোড বেছে নেওয়ার বিকল্পও পেয়েছেন।

এদিকে ক্যামেরা টেস্টে ভালো ফলাফল করার জন্য ফোনটির লো লাইট ইমেজিং ফিচারকে ‘প্লাস পয়েন্ট’ হিসাবে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ডিভাইসের ক্যামেরা ইউনিটটি নাইট মোডের ক্ষেত্রে ওয়াইড ডাইনামিক রেঞ্জ সরবরাহ করে প্রশংসা কুড়িয়েছে। আবার আল্ট্রা-ওয়াইড এবং জুম ক্যামেরা যেকোনো দূরত্বে চমৎকার ছবি তুলতে সাহায্য করেছে। অন্যদিকে, শাওমির এই ফোনের ক্যামেরা সেটআপের ভিডিও মোডের পারফরম্যান্সও চমৎকার, যা এক্সটেন্ডেড ডাইনামিক রেঞ্জ, ন্যাচারাল টেক্সচার রেন্ডারিং এবং ভালো এক্সপোজার প্রদান করে।

তবে ফ্ল্যাগশিপটির ক্যামেরা বিভাগে কিছু কমতিও নজরে পড়েছে। যেমন, সেন্সরগুলির মধ্যে ধারাবাহিকতার অভাব থাকায় ক্যাপচার করা ছবিগুলির মধ্যে অসমতা দেখা গেছে। এমনকি পর পর শট নেওয়ার সময়ও এমনটা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে ছবির প্রি-ভিউ সর্বদা ফাইনাল ক্যাপচারের সাথে মিলছে না। এছাড়াও, হাই কন্ট্রাস্টেড সীনে ছবি তোলার সময় অত্যন্ত চ্যালেঞ্জিং অবস্থায় পড়ছে Xiaomi 12S Ultra ফোনের ক্যামেরা সেন্সরগুলি।