২০০ মেগাপিক্সেল ক্যামেরার Xiaomi 12 Pro ফোনের দাম ফাঁস, লঞ্চ হচ্ছে Xiaomi 12 এর সাথে

বিগত কয়েক মাস ধরেই শাওমির আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ, Xiaomi 12T-কে নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে, এই সিরিজের...
Anwesha Nandi 17 Sept 2022 12:51 PM IST

বিগত কয়েক মাস ধরেই শাওমির আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ, Xiaomi 12T-কে নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে, এই সিরিজের অধীনে Xiaomi 12T এবং 12T Pro হ্যান্ডসেট দুটি নতুন Redmi Pad-এর পাশাপাশি আগামী মাসে (অক্টোবর) বিশ্ববাজারে লঞ্চ হবে। সঠিক লঞ্চের তারিখ এখনও জানা যায়নি এবং সংস্থার তরফেও এপ্রসঙ্গে কিছু প্রকাশ করা হয়নি। তবে এখন, একটি নতুন রিপোর্টে আসন্ন Xiaomi 12T সিরিজের ডিভাইসগুলির প্রধান স্পেসিফিকেশন এবং দামের পাশাপাশি এগুলির বিপণনের ছবিও প্রকাশ করা হয়েছে।

শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো-এর সম্ভাব্য দাম - Xiaomi 12T এবং Xiaomi 12 Pro Expected Price

উইনফিউচার (WinFuture) নতুন রিপোর্ট অনুযায়ী, ইউরোপে টপ-এন্ড শাওমি ১২টি প্রো-এর দাম হতে পারে প্রায় ৮৫০ ইউরো (আনুমানিক ৬৭,৫০০০ টাকা)। অন্যদিকে, স্ট্যান্ডার্ড শাওমি ১২টি-এর দাম রাখা হতে পারে প্রায় ৬৫০ ইউরো (আনুমানিক ৫২,০০০ টাকা)। তবে, ইউরোপের তুলনায় ভারত এবং এশিয়ার অন্যান্য দেশগুলিতে এই শাওমি ফোনগুলির দাম অপেক্ষাকৃত কম রাখা হবে বলে আশা করা হচ্ছে।

শাওমি ১২টি প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Xiaomi 12T Pro Expected Specifications

রিপোর্ট অনুযায়ী, শাওমি ১২টি প্রো ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যার রেজোলিউশন ২,৭১২ ×১,২২০ পিক্সেল (ফুল-এইচডি+) এবং সর্বাধিক রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকবে।

Xiaomi 12T Pro একটি ক্যামেরা কেন্দ্রিক স্মার্টফোন বলে জানা গেছে। রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে, এই হ্যান্ডসেটে একটি নতুন ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই সেটআপে প্রধান ক্যামেরার সাথে যুক্ত থাকবে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12T Pro ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ব্লুটুথ ৫.২, এনএফসি এবং ওয়াই-ফাই ৬-এর সাপোর্টও মিলবে।

শাওমি ১২টি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Xiaomi 12T Expected Specifications

লোয়ার-এন্ড শাওমি ১২টি একই ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যা ১২০ হার্টজ সর্বোচ্চ রিফ্রেশ রেট এবং ২,৭১২×১,২২০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। কোয়ালকমের প্রসেসরের পরিবর্তে, শাওমি ১২টি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ আল্ট্রা চিপসেট দ্বারা চালিত হবে, যা ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ক্যামেরার ক্ষেত্রে, Xiaomi 12T-এ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12T-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story