চোখ ফেরানো দায়! প্রথমবার Xiaomi 12T 5G সিরিজ আসছে বিশেষ কালারের সাথে
জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা শাওমি শীঘ্রই তাদের Xiaomi 12 সিরিজের নয়া সংযোজন হিসেবে, 12T 5G লাইনআপটি বাজারে লঞ্চ করার...জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা শাওমি শীঘ্রই তাদের Xiaomi 12 সিরিজের নয়া সংযোজন হিসেবে, 12T 5G লাইনআপটি বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। এই সিরিজের অধীনে Xiaomi 12T এবং Xiaomi 12T Pro মডেল দুটি অন্যান্য শাওমি প্রোডাক্টের পাশাপাশি গ্লোবাল মার্কেটে উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। সুপরিচিত টিপস্টার অভিষেক যাদবের মতে, স্মার্টফোনগুলি চলতি মাসের শেষের দিকেই Redmi Pad এবং Redmi Buds 4 Pro-এর সাথে বিশ্ববাজারে পা রাখবে। ইতিমধ্যেই এই আপকামিং হ্যান্ডসেটগুলির সম্পর্কে একাধিক তথ্য বিভিন্ন সূত্র মারফৎ সামনে এসেছে। আর এখন আসন্ন লঞ্চের আগেই, Xiaomi 12T 5G সিরিজের লুনার সিলভার কালার অপশনের রেন্ডারগুলি অনলাইনে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি Xiaomi 12T Pro-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছিল, যা ইঙ্গিত করে যে হ্যান্ডসেটটি শীঘ্রই বাজারে আসতে চলেছে। তবে, শাওমি আগামী দিনে হ্যান্ডসেটগুলি উন্মোচন করার পরিকল্পনা নিয়ে এখনও কিছুই প্রকাশ করেনি।
ফাঁস হল Xiaomi 12T এবং 12T Pro-এর নতুন একটি কালার ভ্যারিয়েন্টের রেন্ডার
টিপস্টার রোনাল্ড কোয়ান্ডট (Roland Quandt) নয়া শাওমি ১২টি এবং ১২টি প্রো-এর লুনার সিলভার কালার অপশনের কিছু ছবি টুইটারে শেয়ার করেছেন৷ এই ইমেজগুলি দুটি ফোনেরই ফ্রন্ট এবং রিয়ার উভয় প্যানেলের ডিজাইনটি প্রদর্শন করেছে, যা পূর্বে ফাঁস হওয়া রেন্ডারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে এটি লক্ষণীয় যে, এর আগে গত ডিসেম্বরে লঞ্চ হওয়া শাওমি ১২ এবং এবছর জুলাই মাসে আত্মপ্রকাশ করা শাওমি ১২এস সিরিজের ফোনগুলি এই নতুন কালারওয়েতে বাজারে আসেনি।
প্রসঙ্গত, কিছুদিন আগে উইনফিউচার (WinFuture)-এর একটি রিপোর্টের মাধ্যমে শাওমি ১২টি ৫জি সিরিজের স্পেসিফিকেশন এবং রেন্ডারগুলি প্রকাশ্যে এসেছিল। এছাড়া, ইতিমধ্যে এই ডিভাইসগুলির দামের বিবরণও অনলাইনে প্রকাশিত হয়েছে। ইউরোপের মার্কেটে শাওমি ১২টি-এর প্রারম্ভিক মূল্য ৬৪৯ ইউরো (প্রায় ৫১,২৫০ টাকা) নির্ধারণ করা হতে পারে। অন্যদিকে, উচ্চতর শাওমি ১২টি প্রো-এর প্রারম্ভিক মূল্য প্রায় ৮৪৯ ইউরো (প্রায় ৬৬,৮০০ টাকা) রাখা হতে পারে।
স্পেসিফিকেশনের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড মডেলে ফুল এইচডি+ রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে বলে জানা গেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। অতিরিক্ত সুরক্ষার জন্য স্ক্রিনের ওপরে গরিলা গ্লাস ৫-এর একটি স্তরও থাকবে। ডিভাইসটি সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত হবে। শাওমি ১২টি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করতে পারে। এছাড়া, এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে বলেই আশা করা যায়। সর্বপরি পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমি ১২টি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।
অন্যদিকে, Xiaomi 12T Pro-এ একই ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ডিসপ্লেটির ওপরেও সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৫-এর স্তর থাকবে। তবে, প্রো মডেলটি আরও শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের সাথে আসবে, যার সাথে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ যুক্ত থাকবে বলে জানা গেছে। সবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 12T Pro-এও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।