বাজার কাঁপাবে Xiaomi 13, Xiaomi 13 Pro স্মার্টফোন, দেখে নিন রিয়ার ও ফ্রন্ট ডিজাইন
শাওমি গত ডিসেম্বরে তাদের Xiaomi 12 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি চীনে লঞ্চ করেছিল। এরপর এই লাইনআপটি ভারত তথা...শাওমি গত ডিসেম্বরে তাদের Xiaomi 12 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি চীনে লঞ্চ করেছিল। এরপর এই লাইনআপটি ভারত তথা বিশ্ববাজারেও পা রাখে। বর্তমানে সংস্থা এই সিরিজের নয়া সংযোজন হিসেবে Xiaomi 12T সিরিজটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে তার আগেই উত্তরসূরি Xiaomi 13-কে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়ে গেছে। বেশ কিছু রিপোর্ট থেকে আসন্ন লাইনআপটির প্রসঙ্গে নানা তথ্য উঠে আসছে। সম্প্রতি একটি ইমেজের মাধ্যমে Xiaomi 13 Pro-এর ফ্রন্ট প্যানেলের ডিজাইনটি প্রকাশ্যে এসেছে। আর এখন এক লিকস্টার একটি নতুন রেন্ডার অনলাইনে শেয়ার করেছেন, যা আপকামিং Xiaomi 13 এবং 13 Pro-উভয় মডেলেরই রিয়ার প্যানেলের ডিজাইনটি প্রথমবারের জন্য প্রদর্শন করেছে। চলুন এসম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফাঁস হল Xiaomi 13 এবং 13 Pro-এর ডিজাইন
টেক ইনসাইডার দাহোডিয়ান টেকি (Dahodian Techie) তার সাম্প্রতিক টুইটে একটি রেন্ডার শেয়ার করেছেন, যা নয়া শাওমি ১৩ এবং শাওমি ১৩ প্রো-এর ডিজাইনটি প্রকাশ্যে এনেছে।
রেন্ডার অনুযায়ী, টপ-এন্ড শাওমি ১৩ প্রো-এ কার্ভড ডিসপ্লে দেখা যাবে। তবে স্ট্যান্ডার্ড শাওমি ১৩ মডেলে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। উভয় ফোনেরই ডান প্রান্তে একটি ভলিউম রকার এবং পাওয়ার বাটন অবস্থান করবে। আবার ছবিতে দেখা যাচ্ছে যে, শাওমি ১৩ সিরিজের দুই মডেলেরই ব্যাক প্যানেলে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল উপস্থিত রয়েছে, যার মধ্যে একটি বড় আকারের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা ১-ইঞ্চির ক্যামেরা সেন্সর হতে পারে। এর পাশাপাশি, একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট সহ দুটি সহায়ক ক্যামেরাও বর্তমান। তবে জানিয়ে রাখি, পোস্টে দেখানো চিত্রটির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। তাই এই তথ্যগুলি কতটা সত্য, তা সময়ই বলতে পারবে।
প্রসঙ্গত, Xiaomi 13 সিরিজটি সম্পর্কে যে সব রিপোর্টগুলি এখনও পর্যন্ত সামনে এসেছে, সেগুলিতে দাবি করেছে যে, স্ট্যান্ডার্ড Xiaomi 13-এ একটি ৬.৩৬ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। অন্যদিকে, Xiaomi 13 Pro ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লের সাথে আসবে, যা ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
এছাড়া, Xiaomi 13-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে দুটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি অজানা তৃতীয় ক্যামেরা সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে, যেখানে 13 Pro-তে তিনটি ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। Xiaomi 13 সিরিজের ডিভাইসগুলি অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এই লাইনআপে ১০০ ওয়াট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।