32MP ডুয়েল সেলফি ক্যামেরা নিয়ে আসছে Xiaomi 13 Lite, লঞ্চের আগেই প্রকাশ্যে দাম

গত বছর ডিসেম্বরে, শাওমি তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ Xiaomi 13 এবং Xiaomi 13 Pro স্মার্টফোন দুটি লঞ্চ চীনের বাজারে করেছে ৷ যদিও, এই Xiaomi 13 সিরিজটি…

গত বছর ডিসেম্বরে, শাওমি তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ Xiaomi 13 এবং Xiaomi 13 Pro স্মার্টফোন দুটি লঞ্চ চীনের বাজারে করেছে ৷ যদিও, এই Xiaomi 13 সিরিজটি এখনও গ্লোবাল মার্কেটে পা রাখেনি, তবে শোনা যাচ্ছে যে এই ডিভাইসগুলি আগামী মাসে বিশ্ববাজারের ক্রেতাদের জন্য উন্মোচিত হতে পারে। এছাড়াও, গুগল প্লে কনসোল (Google Play Console)-এর তালিকার মাধ্যমে জানা গেছে যে, শাওমি এই লাইনআপের অধীনে Xiaomi 13 Lite নামে আরেকটি মডেল লঞ্চ করবে এবং এটি হবে গত সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া Xiaomi CIVI 2-এর রিব্র্যান্ডেড ভার্সন। লঞ্চের আগে এখন ইউরোপে Xiaomi 13 Lite-এর মূল্য, লভ্যতা এবং স্টোরেজ কনফিগারেশন প্রকাশ্যে এসেছে।।

প্রকাশ্যে এল Xiaomi 13 Lite-এর মূল্য ও প্রাপ্যতার বিবরণ

এক টিপস্টার দাবি করেছেন যে, শাওমি ১৩ লাইট মডেলটি স্ট্যান্ডার্ড শাওমি ১৩ এবং শাওমি ১৩ প্রো-এর পাশাপাশি ইউরোপে আত্মপ্রকাশ করবে। বলা হচ্ছে যে এই ডিভাইসগুলি এ মাসের শেষের দিকে বার্সেলোনায় আয়জিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টে আত্মপ্রকাশ করবে। প্রি-অর্ডার আগামী ৮ মার্চ থেকে শুরু হবে।

এছাড়াও ওই টিপস্টার জানান যে, গ্লোবাল মার্কেটে শাওমি ১৩ লাইট-এর ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ৫৪৯ ইউরো (প্রায় ৪৮,৭৫০ টাকা) মূল্যে বিক্রি হবে। তবে, শাওমির মিড-রেঞ্জ স্মার্টফোনগুলিতে সাধারণত ১২৮ জিবি স্টোরেজ অপশনও থাকে। তাই, ৫৪৯ ইউরোর মূল্যের মডেলটি সম্ভবত শাওমি ১৩ লাইট-এর সবচেয়ে দামি ভ্যারিয়েন্ট হবে। এই ডিভাইসটি লাইট ব্লু এবং ব্ল্যাক কালারে আসবে বলে জানা গেছে।

Xiaomi 13 Lite-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

যেহেতু Xiaomi 13 Lite হ্যান্ডসেটটি Xiaomi CIVI 2-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে মনে করা হচ্ছে, তাই এতে ৬.৫৫ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিসপ্লেটির শীর্ষ কেন্দ্রে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউটও দেখা যাবে।

Xiaomi 13 Lite সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত থাকতে পারে। ডিভাইসের সেলফি ক্যামেরা সিস্টেমটি এর একটি হাইলাইট হবে, যেখানে ৩২ মেগাপিক্সেলের ডুয়েল সেন্সরের উপস্থিতি আশা করা হচ্ছে।

13 Lite-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, একটি ২০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৭৬কে আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট অন্তর্ভুক্ত থাকবে৷ Xiaomi 13 Lite-এর ব্যাটারির ক্ষমতা ৪,৫০০ এমএএইচ হবে বলে শোনা যাচ্ছে এবং এটি ৬৭ ওয়াট ফাস্ট-ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করতে পারে। তবে শাওমির তরফে আনুষ্ঠানিকভাবে এই তথ্যগুলি এখনও নিশ্চিত করা হয়নি।