Xiaomi 13 Lite ডুয়েল 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, মিড রেঞ্জের বাজিগরের দাম কত
Xiaomi 13 Lite আজ অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি বিশ্ববাজারে লঞ্চ হল। এই ফোনের দাম রাখা হয়েছে ৫০ হাজার টাকার কম। ফিচারের কথা...Xiaomi 13 Lite আজ অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি বিশ্ববাজারে লঞ্চ হল। এই ফোনের দাম রাখা হয়েছে ৫০ হাজার টাকার কম। ফিচারের কথা বললে, এতে আছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর। আবার এই ফোনে পাওয়া যাবে ডুয়েল ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এছাড়া ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে Xiaomi 13 Lite। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
শাওমি ১৩ লাইট দাম (Xiaomi 13 Lite Price)
শাওমি ১৩ লাইট এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯৯ ইউরো (প্রায় ৪৩,৭৫০ টাকা)। তবে ডিভাইসটি আরও কয়েকটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যেগুলির দাম এখনও জানানো হয়নি।
শাওমি ১৩ লাইট স্পেসিফিকেশন ও ফিচার (Xiaomi 13 Lite Specifications and Features)
Xiaomi 13 Lite আদতে কিছুদিন আগে লঞ্চ হওয়া Xiaomi Civi 2 এর রিব্র্যান্ডেড ভার্সন। সেক্ষেত্রে ফোনটির সামনে ৬.৫৫ ইঞ্চির কার্ভড ওলেড ডিসপ্লে দেখা যাবে, যা ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০ বিট কালার ডেপ্থ অফার করবে। আবার এর স্ক্রিনটি ৮০০ নিট পিক ব্রাইটনেস লেভেল, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১,৯২০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং সাপোর্ট করে। কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত এই প্যানেলটির নীচে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওপরে দিকে একটি পিল-আকৃতির কাটআউট রয়েছে।
ফোনটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম, ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার পারফরম্যান্সের জন্য Xiaomi 13 Lite মডেলে স্টেইনলেস ভিসি লিকুইড কুলিং সিস্টেমের সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সফটওয়্যারের কথা বললে, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন উপস্থিত।
ফটো ও ভিডিগ্রাফির কথা বললে, Xiaomi 13 Lite ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, ২০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৩৭৬কে আল্ট্রা-ওয়াইড ইউনিট ও ২ মেগাপিক্সেল গ্যালাক্সিকোর জিসি০২এম১ ম্যাক্রো স্ন্যাপার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে দুটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের কথা বললে, Xiaomi 13 Lite ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট-ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ডুয়েল-সিম, ৫জি, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি। ফোনটি ডলবি অ্যাটমস সাপোর্ট যুক্ত ডুয়েল স্টেরিও স্পিকার, লিনিয়ার ভাইব্রেশন মোটর, ইনফ্রারেড সেন্সরও অফার করে।