আগামী ১০ তারিখ ভারতে বিক্রি হবে Xiaomi 13 Pro, দাম লেটেস্ট OnePlus 11, iPhone 14-র থেকেও বেশি

অতিসম্প্রতি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে Xiaomi-র নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 13; আর এরই মধ্যে সিরিজের সবচেয়ে হাই-এন্ড মডেল অর্থাৎ Xiaomi 13 Pro টেক তথা…

অতিসম্প্রতি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে Xiaomi-র নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 13; আর এরই মধ্যে সিরিজের সবচেয়ে হাই-এন্ড মডেল অর্থাৎ Xiaomi 13 Pro টেক তথা নেটপাড়ার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আসলে এই লেটেস্ট হ্যান্ডসেটটিতে Leica ক্যামেরা, Snapdragon 8 Gen1 প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইত্যাদি এমন সব আকর্ষণীয় ফিচার দেওয়া হয়েছে, যার জন্য এটি পারফরম্যান্সে iPhone-কেও জোরদার টেক্কা দেবে বলে অনেকে অনুমান করছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে শুধু ফিচার নয়, বরঞ্চ দামের নিরিখেও নতুন Xiaomi 13 Pro মডেল, লেটেস্ট OnePlus 11 এমনকি iPhone 14 ফোনটিকে পেছনে ফেলেছে। আসলে প্রতিশ্রুতি মতই আজ ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi এদেশে Xiaomi 13 Pro-র লঞ্চের তারিখ, দাম, লভ্যতা ইত্যাদি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করেছে। এদিকে এর থেকেই দেখা গেছে যে, ফোনটি এখনও পর্যন্ত ব্র্যান্ডের সবচেয়ে দামি ডিভাইস হিসেবে তো জায়গা করে নিয়েছেই, এর পাশাপাশি এটির দাম বেশ কিছু লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনকেও ছাড়িয়ে গেছে।

দামের নিরিখে iPhone 14-কেও ছাড়িয়ে গেল Xiaomi 13 Pro

ভারতে শাওমি ১৩ প্রো (১২ জিবি/৫১২ জিবি স্টোরেজ)-এর দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। যদিও প্রথম সেলে আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ফোনটি ১০,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টে কেনা যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, একই প্রসেসর থাকা সত্ত্বেও ওয়ানপ্লাস ১১ ফোনের বেস মডেলের চেয়ে শাওমির এই নতুন ফ্ল্যাগশিপের দাম অনেকটাই বেশি; কারণ এদেশের বাজারে ওয়ানপ্লাসের এই ৫জি (5G) ফোনটির দাম শুরু ৫৬,৯৯৯ টাকা থেকে। এদিকে এমআরপি (MRP)-র নিরিখে আইফোন ১৪-র থেকে অল্প হলেও বেশি মূল্যবান শাওমি ১৩ প্রো – আইফোন ১৪ মডেলের ১২৮ জিবির বেস ভ্যারিয়েন্টের সর্বোচ্চ দাম ৭৯,৯০০ টাকা, অর্থাৎ এর থেকেও ৯৯ টাকা বেশি দামি শাওমির ফোনটি। শুধু তাই নয়, স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের গ্যালাক্সি এস২৩ ও গ্যালাক্সি এস২৩+ মডেলও এই ফোনের থেকে সস্তা।

Xiaomi 13 Pro-এর স্পেসিফিকেশন

এতটুকু পড়ে নিশ্চয়ই মনে হচ্ছে যে কী এমন আছে শাওমি ১৩ প্রো ফোনে, যার কারণে এর এত দাম? সেক্ষেত্রে বলি শাওমি ১৩ প্রো ফোনে ৬.৭৩ ইঞ্চির ই৬ (E6) অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে রয়েছে যাতে ডাব্লিউকিউএইচডি+ রেজোলিউশন (৩,২০০× ১,৪৪০ পিক্সেল), ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ডলবি ভিশন সাপোর্ট ইত্যাদি ফিচার রয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের সাহায্যের চালিত হয়, যার সাথে এলপিডিডিআর৫এক্স ৮৫৩৩এমবিপিএস র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ উপলব্ধ৷ অন্যদিকে সফ্টওয়্যার ফ্রন্টে স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ এমআইইউআই ১৪ (MIUI 14) ওএসে রান করে। এছাড়া এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৪,৮২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সাথে আছে আইপি৬৮ (IP68) ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশনের মত বিকল্প।

এক্ষেত্রে ফটোগ্রাফির জন্য শাওমি ১৩ প্রো মডেলটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যা লাইকা (Leica) দ্বারা টিউনড্। এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ডিসপ্লের ওপরের পাঞ্চ-হোল কাটিংয়ে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।