Xiaomi 13 কেনার জন্য অপেক্ষা করছেন? কত ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে জানেন?
বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে যে, জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা শাওমি তাদের পরবর্তী প্রজন্মের Xiaomi 13 ফ্ল্যাগশিপ...বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে যে, জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা শাওমি তাদের পরবর্তী প্রজন্মের Xiaomi 13 ফ্ল্যাগশিপ সিরিজটির ওপর কাজ করছে। সাম্প্রতিক রিপোর্টগুলি প্রকাশ করেছে যে, আসন্ন লাইনআপে দুটি স্মার্টফোন অন্তর্ভুক্ত থাকবে- Xiaomi 13 এবং 13 Pro। তারমধ্যে "Pro" মডেলটির প্রসঙ্গ ইতিমধ্যেই একাধিক রিপোর্টে উঠে এসেছে। তবে, ইদানিং স্ট্যান্ডার্ড মডেল সম্পর্কেও বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস হতে শুরু করেছে। সম্প্রতি, Xiaomi 13-এর একটি লাইভ ইমেজ অনলাইনে প্রকাশিত হয়েছে, যা এর ডিজাইন এবং সামগ্রিক লুকটি প্রদর্শন করেছে। আর এখন এই আসন্ন ডিভাইসটিকে চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে, যা এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক।
Xiaomi 13 পেল চীনের 3C কর্তৃপক্ষের অনুমোদন
মাইস্মার্টপ্রাইস -এর একটি নতুন রিপোর্ট অনুসারে, 2211133C মডেল নম্বর সহ রেগুলার শাওমি ১৩ মডেলটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (CCC) সাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকা অনুযায়ী, স্মার্টফোনটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। জানিয়ে রাখি, কয়েকদিন আগে শাওমি ১৩ সিরিজের প্রো মডেলটিও ৩সি সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে।
প্রসঙ্গত, স্ট্যান্ডার্ড শাওমি ১৩-এর একটি লাইভ ইমেজ সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। এই ছবিটি প্রকাশ করে যে, শাওমির নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটি শাওমি এমআই ১১ আল্ট্রার ডিজাইন দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত। স্মার্টফোনটি এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। ছবিটি শাওমি ১৩-এর লেজার অটোফোকাস ফিচারটিও প্রদর্শন করেছে।
এছাড়াও, পূর্ববর্তী রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, Xiaomi 13-এ ৬.৩৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। ফটোগ্রাফির জন্য, এতে সম্ভবত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। উল্লেযোগ্যভাবে, ৩সি তালিকা প্রকাশের পূর্বেই একটি রিপোর্টে প্রকাশ করা হয় যে, Xiaomi 13 ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অন্যদিকে, Xiaomi 13 Pro-এ ৬.৭৩ ইঞ্চির কোয়াড-এইচডি+ প্যানেল থাকতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত হতে পারে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Pro মডেলটি ৫,০০০ ব্যাটারি অফার করবে বলে আশা করা হচ্ছে, যা ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।
উল্লেখ্য, Xiaomi 13 সিরিজটি আগামী মাসে অর্থাৎ নভেম্বরেই হোম মার্কেট চীনে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। কোয়ালকমও আগামী মাসে আয়োজিত স্ন্যাপড্রাগন সামিট (Snapdragon Summit)-এ আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরটি উন্মোচন করবে বলে জানা গেছে। এই চিপসেটের লঞ্চের পরই Xiaomi 13 লাইনআপটির ওপর থেকে পর্দা সরাবে সংস্থা। তাই খুব শীঘ্রই এই "নেক্সট জেনারেশন" ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি সম্পর্কে আরও তথ্য জানতে পারা যাবে বলে আশা করা যায়।