Samsung এর সঙ্গে লড়াই জমিয়ে Xiaomi আনছে প্রিমিয়াম ফোন, লঞ্চের আগে তথ্য ফাঁস
শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ড রেডমি তাদের আপকামিং Redmi K60 সিরিজের স্মার্টফোনগুলি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই...শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ড রেডমি তাদের আপকামিং Redmi K60 সিরিজের স্মার্টফোনগুলি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আবার জল্পনা চলছে যে, ২০২৩ সালের প্রথমদিকে আত্মপ্রকাশ করতে চলা প্রিমিয়াম Samsung Galaxy S23 Ultra মডেলটিকে টক্কর দিতে শাওমি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ Xiaomi 13 Ultra-কে আগামী বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ করবে। আর আজ এক নির্ভরযোগ্য টিপস্টার দুটি নতুন শাওমি ফ্ল্যাগশিপ ফোনের কনফিগারেশন অনলাইনে শেয়ার করেছেন। এগুলি দেখে মনে করা হচ্ছে, টিপস্টার সম্ভবত আসন্ন Xiaomi 13 Ultra এবং Xiaomi MIX Fold 3-এর কথা উল্লেখ করেছেন।
ফাঁস হল Xiaomi-এর দুই আসন্ন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের মেমরি কনফিগারেশন
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, এম১ এবং এম১৮ সংক্ষিপ্ত মডেল নম্বর যুক্ত শাওমির আসন্ন ফোনগুলি ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যামের সাথে আসবে। এছাড়াও তিনি বলেন যে, উভয় ডিভাইসই ৫১২ জিবি /১ টেরাবাইট ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করবে। অনুমান করা হচ্ছে যে, এই দুটি ডিভাইস যথাক্রমে শাওমি ১৩ আল্ট্রা এবং শাওমি মিক্স ফোল্ড ৩ হতে পারে।
জানিয়ে রাখি, শাওমি মিক্স ফোল্ড ২ ফোল্ডেবল হ্যান্ডসেটটি চলতি বছর অগাস্ট মাসে বাজারে পা রেখেছিল। তাই, সম্ভবত এর উত্তরসূরি মিক্স ফোল্ড ৩ মডেলটির ওপর থেকে আগামী বছরের তৃতীয় ত্রৈমাসিকে পর্দা সরানো হতে পারে। বর্তমানে, ফোল্ড ৩-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
আবার, ডিজিট্যাল চ্যাট স্টেশন সম্প্রতি Xiaomi 13 Ultra-এর পিছনের ক্যামেরাগুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছিলেন। টিপস্টারের মতে, এই নয়া প্রিমিয়াম ফোনে ৫০ মেগাপিক্সেল রেজোলিউশনের ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি ক্যামেরা সমন্বিত কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে। এই উন্নত প্রধান ক্যামেরা গিম্বাল অপ্টিমাইজেশনও সাপোর্ট করতে পারে এবং ক্যামেরা সেটআপের সবকটি সেন্সরই পিডিএএফ (PDAF) অটোফোকাস অফার করবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এগুলি ছাড়া এখনও পর্যন্ত Xiaomi 13 Ultra-এর স্পেসিফিকেশন সম্পর্কেও আর কোনও তথ্যই সামনে আসেনি। তবে আশা করা হচ্ছে, Xiaomi 13 সিরিজের শীর্ষ মডেলটি কোয়ালকমের লেটেস্ট এবং সর্বশ্রেষ্ঠ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। এমনকি এই চিপটি ২০২৩ সালের বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনেই ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।