বাজেটের মধ্যে থাকবে Xiaomi 13T ও Xiaomi 13T Pro? লঞ্চের আগেই ফাঁস দাম
Xiaomi 13T সিরিজের স্মার্টফোনগুলি ২৬শে সেপ্টেম্বর বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি মডেল আসবে - Xiaomi...Xiaomi 13T সিরিজের স্মার্টফোনগুলি ২৬শে সেপ্টেম্বর বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি মডেল আসবে - Xiaomi 13T ও Xiaomi 13T Pro। ইতিমধ্যেই এই দুই ফোনের রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে। জানা গেছে এই সিরিজের স্মার্টফোনগুলি তিনটি কালার অপশনে পাওয়া যাবে এবং এগুলিতে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন দেখা যাবে। আবার Xiaomi 13T ও Xiaomi 13T Pro ফোনে লেইকা-টিউনড মাল্টি-রিয়ার ক্যামেরা থাকবে। পারফরম্যান্সের জন্য প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর ব্যবহার করা যাবে। অন্যদিকে বেস মডেলে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর। আর এগুলিতে দেওয়া হবে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
আজ আবার টিপস্টার সুধাংশু আম্বোরে Xiaomi 13T ও Xiaomi 13T Pro এর দাম সামনে এনেছেন। তিনি মডেল দুটির গ্লোবাল মার্কেটের মূল্য ফাঁস করেছেন। আসুন ডিভাইস দুটির দাম জেনে নেওয়া যাবে।
Xiaomi 13T ও Xiaomi 13T Pro এর সম্ভাব্য দাম
রিপোর্টে বলা হয়েছে, শাওমি ১৩টি এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৬৯৯ ইউরো (প্রায় ৬২,০০০ টাকা)। অন্যদিকে শাওমি ১৩টি প্রো-এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হতে পারে ৮৯৯ ইউরো (প্রায় ৮০,০০০ টাকা)।
উল্লেখ্য, গত বছর আসা শাওমি ১২টি এর প্রাথমিক মূল্য ছিল ইউরো ৫৯৯ (প্রায় ৪৮,৮০০ টাকা), আর শাওমি ১২টি প্রো-এর প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম ছিল ইউরো ৭৪৯ ইউরো (প্রায় ৬০,৫০০ টাকা)।
Xiaomi 13T ও Xiaomi 13T Pro এর লঞ্চ ইভেন্ট
শাওমি ১৩টি এবং শাওমি ১৩টি প্রো স্মার্টফোন দুটি ২৬ সেপ্টেম্বর এই ইভেন্টে বিশ্বব্যাপী লঞ্চ হবে। জার্মানির বার্লিনে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে লাইভ ইভেন্টটি এবং শাওমির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও ওয়েবসাইট থেকে এই ইভেন্ট দেখা যাবে।