Xiaomi 13T Pro: সবচেয়ে শক্তিশালী প্রসেসর দিয়ে নতুন ফোন আনছে শাওমি, শীঘ্রই লঞ্চ
শাওমি তাদের Xiaomi 13 সিরিজের পর নতুন প্রিমিয়াম ফোন হিসাবে Xiaomi 13T বিভিন্ন দেশে লঞ্চ করতে চলেছে। যা 13T 5G এবং 13T...শাওমি তাদের Xiaomi 13 সিরিজের পর নতুন প্রিমিয়াম ফোন হিসাবে Xiaomi 13T বিভিন্ন দেশে লঞ্চ করতে চলেছে। যা 13T 5G এবং 13T Pro 5G ভ্যারিয়েন্টে আসবে। শাওমির তরফে এই বিষয়ে কিছু নিশ্চিত করা না হলেও, এখন Xiaomi 13T Pro এইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে। এই সার্টিফিকেশন তালিকাটি থেকে বোঝা যায়, ফ্ল্যাগশিপ শাওমি ফোনটি খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। এটি আবার শুধু চীনে উপলব্ধ Redmi K সিরিজের একটি ফ্ল্যাগশিপ মডেলের রিব্যাজড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে।
শাওমি ১৩টি প্রো ফোনটি 23078PND5G মডেল নম্বর সহ আইএমইআই (IMEI) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই ডিভাইসটিকে শাওমির আরেকটি স্মার্টফোন, রেডমি কে৬০ আল্ট্রা-এর সাথে ডেটাবেসে দেখা গেছে। কে৬০ আল্ট্রা-এর মডেল নম্বর 23078RKD5C। বলা হচ্ছে, ১৩টি প্রো মডেলটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, কিন্তু কে৬০ আল্ট্রা শুধুমাত্র চীনা বাজারেই সীমাবদ্ধ থাকবে। মডেল নম্বরগুলির ওপর ভিত্তি করে, ডিভাইসগুলি তাদের নিজ নিজ বাজারে আগামী জুলাই মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
যদিও, আইএমইআই তালিকাটি ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে, অনুমান করা হচ্ছে যে শাওমি ১৩টি প্রো বিশ্ববাজারে একটি রিব্যাজড কে৬০ আল্ট্রা হিসাবে আত্মপ্রকাশ করবে এবং এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর সহ লঞ্চ হবে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ১৩টি প্রো ভারতের বাজারে নাও আসতে পারে। যদিও, এখনও কোম্পানির তরফে শাওমি ১৩টি সিরিজ বা রেডমি কে৬০ আল্ট্রা-এর লঞ্চের বিষয়ে কোনও ঘোষণা আসেনি।
জানিয়ে রাখি, Xiaomi 12T Pro-ও গত বছর ভারতে আত্মপ্রকাশ করেনি। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর এবং সর্বাধিক ১২ জিবি র্যাম সহ ফোনটি ইউরোপের কয়েকটি নির্বাচিত অঞ্চলে লঞ্চ করা হয়েছিল। 12T Pro-এ ২,৭১২ x ১,২২০ পিক্সেলের স্ক্রিন রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। আর সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের ওপরে পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করছে। স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত।
ফটোগ্রাফির জন্য, Xiaomi 12T Pro-এর রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর সাপোর্ট সহ ২০০ মেগাপিক্সেলের ১/১.২২-ইঞ্চি প্রাইমারি ক্যামেরা উপস্থিত রয়েছে। এটির সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত রয়েছে৷ সেলফির জন্য, ফোনের সামনে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, 12T Pro-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
এছাড়া, Xiaomi 12T-এর Pro মডেলটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমএইইউএই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে চলে। তবে, কোম্পানি এটিতে তিনটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের নিরাপত্তা সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে। Xiaomi 12T Pro-তে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডলবি অ্যাটমোসের সাপোর্ট সহ স্টেরিও স্পিকার, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ এবং হিট ডিসিপেশনের জন্য একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম উপস্থিত রয়েছে।