Leica ক্যামেরার সঙ্গে Xiaomi 13T সিরিজ লঞ্চ হবে 26 সেপ্টেম্বর, ঠাসা ফিচার্সে থাকছে চমক

দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে শাওমি তাদের আসন্ন Xiaomi 13T সিরিজের লঞ্চের তারিখটি শাওমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। চলতি...
Ananya Sarkar 6 Sept 2023 8:03 AM IST

দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে শাওমি তাদের আসন্ন Xiaomi 13T সিরিজের লঞ্চের তারিখটি শাওমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। চলতি মাসের শেষের দিকে এই সিরিজে অন্তর্ভুক্ত Xiaomi 13T এবং Xiaomi 13T Pro মডেল দুটি বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। লঞ্চের তারিখ প্রকাশের পাশাপাশি শাওমি সোশ্যাল মিডিয়ায় Xiaomi 13T সিরিজের প্রোমোশনাল ইমেজও প্রকাশ করেছে, যা নিশ্চিত করে যে ডিভাইসগুলিতে একটি লাইকা (Leica)-টিউনড ক্যামেরা সেটআপ থাকবে।

Xiaomi 13T সিরিজ সেপ্টেম্বরেই আসছে গ্লোবাল মার্কেটে

শাওমি তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করেছে যে, শাওমি ১৩টি সিরিজটি আগামী ২৬ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে লঞ্চ হবে। টিজারে ফোনগুলির লাইকা (Leica)-টিউনড ক্যামেরা সেটআপকেও হাইলাইট করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে যে, শাওমি ১৩টি-এ ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে৷ ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত হতে পারে। ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, শাওমি ১৩টি-এর ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে বলে শোনা যাচ্ছে৷ আর ফোনের সামনে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমি ১৩টি-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ডিভাইসটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এনএফসি (NFC) সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, Xiaomi 13T Pro-তে ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০প্লাস প্রসেসরের সাথে আসবে, যা সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজের সাথে যুক্ত থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 13T Pro-তে এফ/১.৯ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 13T Pro-তে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story