শাওমির চোখে ধুলো দিয়ে লঞ্চের বহু আগেই Xiaomi 13T-এর আনবক্সিং ভিডিয়ো লিক, কী কী তথ্য জানা গেল

শাওমি আগামী ১ সেপ্টেম্বর তাদের ফ্ল্যাগশিপ ফোনের তালিকায় নয়া সংযোজন হিসাবে, Xiaomi 13T সিরিজ লঞ্চের পরিকল্পনা করছে বলে...
Ananya Sarkar 25 Aug 2023 11:52 AM IST

শাওমি আগামী ১ সেপ্টেম্বর তাদের ফ্ল্যাগশিপ ফোনের তালিকায় নয়া সংযোজন হিসাবে, Xiaomi 13T সিরিজ লঞ্চের পরিকল্পনা করছে বলে জানা গেছে। যদিও, শাওমির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি, তবে বিভিন্ন সূত্র মারফৎ Xiaomi 13T এবং 13T Pro-এর স্পেসিফিকেশন সম্পর্কে অধিকাংশ তথ্যই সামনে এসেছে। আর এখন লঞ্চের আগেই, Xiaomi 13T-এর একটি আনবক্সিং ভিডিও ফাঁস হয়েছে, যা ফোনের বাস্তব চেহারাটি তুলে ধরেছে। আসুন এই ভিডিওটি আপকামিং প্রিমিয়াম গ্রেডের হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Xiaomi 13T-এর আনবক্সিং ভিডিও

শাওমি ১৩টি-এর আনবক্সিং ভিডিওটি দেখায় যে, এর ডিজাইন রেডমি কে৬০ আল্ট্রা-এর মতো, যা সম্প্রতি চীনের মার্কেটে লঞ্চ হয়েছে। জানিয়ে রাখি, রেডমি কে-সিরিজের এই লেটেস্ট স্মার্টফোনটির রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে শাওমি ১৩টি প্রো মডেলটি আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করবে বলে জল্পনা চলেছে। যেটুকু খবর, ক্যামেরা সেটআপ ছাড়া শাওমি ১৩টি প্রো-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি কে৬০ আল্ট্রা-এর মতোই হবে।

শোনা যাচ্ছে, শাওমি ১৩টি প্রো ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। যেখানে কে৬০ আল্ট্রাতে ৫০ মেগাপিক্সেল (প্রধান) + ৮ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সিস্টেম বর্তমান। স্ট্যান্ডার্ড শাওমি ১৩টি ফোনটিকে উচ্চতর ১৩টি প্রো / কে৬০ আল্ট্রা-এর মতো দেখতে হলেও, এতে ভিন্ন চিপসেট ব্যবহার করা হবে।

Xiaomi 13T-এর আনবক্সিং ভিডিও নিশ্চিত করেছে যে, এটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করবে। এছাড়াও ভিডিও অনুযায়ী, ডিভাইসটি ব্ল্যাক এবং গ্রীন কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। এতে MediaTek Dimensity 8200 Ultra প্রসেসর, ১২ জিবি র‍্যাম, ৩ জিবি ভার্চুয়াল র‍্যাম, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই (MIUI 14) সফ্টওয়্যার স্কিন, ২৫৬ জিবি স্টোরেজ এবং এনএফসি সাপোর্ট থাকবে। নিরাপত্তার জন্য, Xiaomi 13T-এ আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলতে পারে।

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, Xiaomi 13T মডেলটি ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে, যা ২,৭১২ x ১,২২০ পিক্সেলের ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট এবং ২,৬০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিভাইসটিতে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং 13T Pro-এর মতো একই ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 13T-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে।

Show Full Article
Next Story