Xiaomi 14 ভারতে কেনা যাবে Amazon ও Flipkart থেকে, থাকবে এই বিশেষ বিশেষ ফিচার

জনপ্রিয় ব্র্যান্ড Xiaomi সম্প্রতি তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 14 -এর ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেছে।...
techgup 21 Feb 2024 1:53 PM IST

জনপ্রিয় ব্র্যান্ড Xiaomi সম্প্রতি তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 14 -এর ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেছে। ডিভাইসটি এদেশে আগামী ৭ই মার্চ মুক্তি পেতে চলেছে। তবে আনুষ্ঠানিক লঞ্চের বহু আগেই এই ফোনের জন্য দুটি জনপ্রিয় ই-রিটেল প্ল্যাটফর্মে ল্যান্ডিং পেজ লাইভ করা হল। ফলে ভারতে আগমনের পর Xiaomi 14 স্মার্টফোন কোন কোন অনলাইন শপিং পোর্টালের মাধ্যমে বিক্রি করা হবে তা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে।

লাইভ হল Xiaomi 14 স্মার্টফোনের মাইক্রোসাইট, লঞ্চের পর এই দুটি অনলাইন শপিং পোর্টাল থেকে কেনা যাবে

আপকামিং প্রিমিয়াম-গ্রেড স্মার্টফোন শাওমি ১৪ -এর জন্য অ্যামাজন (Amazon) এবং ফ্লিপকার্ট (Flipkart) উভয় ই-কমার্স পোর্টালই সম্প্রতি স্বতন্ত্রভাবে ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করেছে। যা নিশ্চিত করছে যে, ডিভাইসটি লঞ্চ পরবর্তী সময়ে এই দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে কেনা যাবে। তবে এই দুটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি শাওমি ইন্ডিয়ান ওয়েবসাইটের মাধ্যমেও এই মডেলটি বিক্রি করা হবে বলে জানা যাচ্ছে।

Xiaomi 14 স্পেসিফিকেশন ও ফিচার

জানিয়ে রাখি, ২০২৩ সালে চীনের বাজারে প্রথম লঞ্চ হয় শাওমি ১৪ স্মার্টফোন। মনে করা হচ্ছে, ভারতে আসন্ন সংস্করণটি চীনা ভ্যারিয়েন্টের অনুরূপ ফিচার অফার করবে। এর ফলে এই হ্যান্ডসেটে ৬.৩৬-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন এবং ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করবে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার মিলবে। আবার কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ৫.৪ এবং সিকিউরিটি ফিচার হিসাবে আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। Xiaomi 14 ফোনে থাকবে ৪,৬১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৯০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এছাড়া জল এবং ধুলো প্রতিরোধের জন্য ডিভাইসটি IP68 রেটিং প্রাপ্ত হবে।

Show Full Article
Next Story