Xiaomi-র এই 'দানবীয়' ফ্ল্যাগশিপ ফোন মিলছে 10 হাজারের বেশি ছাড়ে, ক্যামেরা DSLR-কে ফেল কাটাবে
এখন মোবাইল ফটোগ্রাফির যুগ চলছে, যেখানে প্রায় সকলেই আলাদা করে ক্যামেরা কেনার বদলে ভালো মানের স্মার্টফোন খরিদ করে এক ঢিলে...এখন মোবাইল ফটোগ্রাফির যুগ চলছে, যেখানে প্রায় সকলেই আলাদা করে ক্যামেরা কেনার বদলে ভালো মানের স্মার্টফোন খরিদ করে এক ঢিলে দুই পাখি মারছেন। সেক্ষেত্রে আপনিও যদি এখন DSLR-এর মতো ক্যামেরা ফিচারবিশিষ্ট একটি ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Xiaomi 14। আসলে বর্তমানে Xiaomi Fan Festival Sale লাইভ হয়েছে, আর সেখানেই গত মার্চে ভারতে লঞ্চ হওয়া এই ফ্ল্যাগশিপ ফোনটি হাজার হাজার টাকা বাঁচিয়ে কেনা যাবে। এতে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থেকে শুরু করে একাধিক প্রিমিয়াম ফিচার আছে। চলুন, দেখে নিই Xiaomi 14-এর দাম, অফার এবং মূল ফিচারসমূহ।
10 হাজার টাকার বেশি ছাড়ে মিলছে Xiaomi 14, দেখুন দাম
কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া শাওমি 14 ফোনের 12 জিবি ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির লঞ্চ প্রাইস ছিল 69,999 টাকা। তবে এখন শাওমি ফ্যান ফেস্টিভাল সেল উপলক্ষে এই স্মার্টফোন দামের চেয়ে 10,000 টাকা সস্তায় মানে 59,999 টাকায় কেনা যাবে। এক্ষেত্রে আইসিআইসিআই (ICICI) এবং এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করলে 5,000 টাকার অতিরিক্ত ছাড় পাবেন।
এছাড়াও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা অনলাইন স্টোর থেকে শাওমি ফোনটি অর্ডার করার সময় পুরোনো কোনো হ্যান্ডসেট বদলে নিলে মোটা টাকার এক্সচেঞ্জ অফারও মিলবে (শর্তাবলি প্রযোজ্য)।
Xiaomi 14-এর স্পেসিফিকেশন
শাওমি 14 স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন ও ডিসি (DC) ডিমিং প্রযুক্তিযুক্ত 6.36 ইঞ্চি 1.5K এলটিপিও ওলেড 10-বিট ডিসপ্লে প্যানেল রয়েছে, যা আল্ট্রা ন্যারো বেজেল এবং কর্নিং গ্লাস ভিক্টাস প্রোটেকশনের সাথে আসে। ভালো পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর, যার সাথে 12 জিবি LPDDR5x র্যাম এবং 512 জিবি UFS 4.0 স্টোরেজ বর্তমান। এদিকে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ফোনটি 90 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে 4,610 এমএএইচ ব্যাটারি অফার করে। আর ফটোগ্রাফির জন্য এটিতে লেইকা (Leica) টিউনড্ 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।
উল্লেখ্য, সফ্টওয়্যার ফ্রন্টে এই শাওমি ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কোম্পানির নতুন হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনের সাহায্যে চলে। অন্যান্য ফিচারের কথা বললে, এতে রয়েছে ভিসি লিকুইড কুলিং সিস্টেম থেকে শুরু করে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি অ্যাটমস সাপোর্টেড্ ডুয়াল স্টেরিও স্পিকার, আইপি68 রেটিং ইত্যাদি দেখা যাবে।