Xiaomi MiOS: গাড়ি থেকে ফোন-ট্যাব সব এক অপারেটিং সিস্টেমে চলবে! শাওমির বড় চমক

শাওমির আপকামিং ফ্ল্যাগশিপ অর্থাৎ Xiaomi 14 সিরিজ এই বছরের বহু প্রতীক্ষিত স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। যা অক্টোবর মাসের শেষের দিকেই বাজারে পা রাখবে বলে জল্পনা শোনা…

শাওমির আপকামিং ফ্ল্যাগশিপ অর্থাৎ Xiaomi 14 সিরিজ এই বছরের বহু প্রতীক্ষিত স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। যা অক্টোবর মাসের শেষের দিকেই বাজারে পা রাখবে বলে জল্পনা শোনা যাচ্ছে। অফিশিয়াল লঞ্চের কয়েক সপ্তাহ আগেই এখন টিপস্টার সূত্রে বেস Xiaomi 14 মডেল সম্পর্কে কিছু আশ্চর্যকর নতুন তথ্য সামনে এসেছে।

Xiaomi 14 আসতে পারে নতুন MiOS অপারেটিং সিস্টেমের সাথে

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, বর্তমানে শাওমি ১৪-এর একটি নতুন পিঙ্ক কালার ভ্যারিয়েন্ট গণ উৎপাদনের পর্যায়ে রয়েছে, যার বাহ্যিক লুকটি অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হচ্ছে। শাওমি ১৪ সিরিজের প্রো ভ্যারিয়েন্টের মতো এর স্ক্রিনেও ১ মিলিমিটারের বেজেল দেখা যাবে। টিপস্টার আরও দাবি করেছেন যে শাওমির “নতুন অপারেটিং সিস্টেম মসৃণতার ওপর ফোকাস করে”। এই মন্তব্যটি সম্ভবত এমআইওএস (MiOS)-এর সম্পর্কে করা হয়েছে। জানিয়ে রাখি, এমআইওএস-কে শাওমির নতুন কাস্টম অপারেটিং সিস্টেম বলে মনে করা হচ্ছে, যা কোম্পানির এক দশকেরও বেশি পুরনো এমআইইউআই (MIUI)-কে প্রতিস্থাপন করতে চলেছে।

ক’দিন আগেই টিপস্টার বলেছিলেন, এমআইইউআই ১৪ হবে এমআইইউআই-এর শেষ প্রজন্ম এবং এটি এমআইওএস দ্বারা রিপ্লেস হবে। কিন্তু পরে শাওমিইউআই দাবি করে যে, নতুন এমআইওএস সফ্টওয়্যার শুধুমাত্র চীনেই লঞ্চ করা হতে পারে এবং এটি বিশ্বব্যাপী উপলব্ধ হবে না। আইস ইউনিভার্সের মতো অন্যান্য টিপস্টাররাও এমআইওএস-এর আগমনের ইঙ্গিত দিয়েছেন। তাই সম্ভবত, চীনে উন্মোচিত শাওমি ১৪ সিরিজের ফোনগুলিকে শুধুমাত্র নতুন ওএস-এ রান করতে দেখা যাবে।

জানিয়ে রাখি, MiOS কিন্তু বর্তমান MIUI-এর মতো শুধুমাত্র অ্যান্ড্রয়েড ওএস ভিত্তিক একটি কাস্টম স্কিন হবে না। শাওমি সম্ভবত MiOS-কে একটি সার্বজনীন অপারেটিং সিস্টেম বানানোর পরিকল্পনা করছে, যা ভবিষ্যতে স্মার্টফোন এবং ট্যাবলেট থেকে শুরু করে গাড়ি এবং স্মার্ট হোম পর্যন্ত সমস্ত ডিভাইসে ব্যবহার করা হতে পারে। ব্যবহারিক ক্ষেত্রে এটি হুয়াওয়ের হারমোনিওএস (HarmonyOS)-এর মতো হবে।

এদিকে, Xiaomi 14-এ Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এই চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর এন৪পি (N4P) প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি এবং এতে আপগ্রেড করা Cortex X4 প্রাইম কোর রয়েছে, যার ক্লক স্পিড ৩.১৯ গিগাহার্টজ। Snapdragon 8 Gen 3-এর বেঞ্চমার্ক স্কোর তার পূর্বসূরির থেকে উল্লেখযোগ্য পারফরম্যান্স উন্নতির ইঙ্গিত দেয়।