তিনটি ক্যামেরার প্রতিটি 50MP, ফটোগ্রাফি ডিপার্টমেন্ট পুরো কাঁপাবে Xiaomi 14 Pro

শাওমির আপকামিং হাই-এন্ড ফোন Xiaomi 14 Pro এই বছরের অন্যতম বহুল প্রত্যাশিত স্মার্টফোন এবং এত হাইপের পিছনে কিছু সঙ্গত কারণ...
Ananya Sarkar 26 Sept 2023 9:31 AM IST

শাওমির আপকামিং হাই-এন্ড ফোন Xiaomi 14 Pro এই বছরের অন্যতম বহুল প্রত্যাশিত স্মার্টফোন এবং এত হাইপের পিছনে কিছু সঙ্গত কারণ রয়েছে৷ এই ফ্ল্যাগশিপ মডেলটি হাই-রেজোলিউশনের ডিসপ্লে, আকর্ষণীয় ডিজাইন এবং বড় ক্যামেরা সেন্সর সহ দুর্ধর্ষ ফিচার্স অফার করবে বলে জানা গেছে। Xiaomi 14 সিরিজ আগামী ১১ নভেম্বর চীনের 'ডাবল ইলেভেন' শপিং ইভেন্টের আগেই লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তার আগেই এবার উত্তেজনা বাড়িয়ে Xiaomi 14 Pro-এর ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ্যে চলে এসেছে।

Xiaomi 14 Pro-এর ক্যামেরা স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, শাওমি ১৪ প্রো-তে এফ/১.৪ থেকে এফ/৪.০ পর্যন্ত ভ্যারিয়েববল অ্যাপারচার সহ ১/১.২৮ ইঞ্চির ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা সেন্সর থাকবে। প্রসঙ্গত, ভ্যারিয়েবল অ্যাপারচার বর্তমানে শুধুমাত্র শাওমির টপ ফ্ল্যাগশিপ, ১৩ আল্ট্রা-তে আছে। এই বৈশিষ্ট্যটি কম আলোর উপস্থিতিতেও স্মার্টফোনের ক্যামেরাকে অনেক বেশি পরিমাণে আলো গ্রহণ করতে সক্ষম করে।

ক্যামেরা হার্ডওয়্যারের প্রসঙ্গে জানা গিয়েছে যে, শাওমি ১৪ প্রো-র পিছনে তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত থাকবে, যার প্রধান ক্যামেরাটি একটি বিশাল ১ ইঞ্চির সনি আইএমএক্স৯xx সিরিজের সেন্সরের সাথে যুক্ত থাকবে। অন্য ক্যামেরাগুলির মধ্যে একটি টেলিম্যাক্রো ক্যামেরা হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, টিপস্টার জানিয়েছেন যে Xiaomi 14 Pro-তে আল্ট্রা-স্লিম বেজেল সহ 2K ডিসপ্লে এবং একটি নতুন বেস উপাদান থাকবে, যা ব্যবহারকারীদের চোখকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। এছাড়াও, ডিভাইসটিতে হাই-ডেনসিটির ৪,৮৬০ এমএএইচ ব্যাটারি এবং হ্যাপটিক্সের জন্য বড় এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর থাকবে বলে অনুমান করা হচ্ছে।

ইতিমধ্যেই বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Xiaomi 14 Pro-তে Qualcomm-এর আসন্ন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকবে। এতে একটি টাইটানিয়াম অ্যালয় ফ্রেম এবং স্যাটেলাইট সংযোগের জন্য সাপোর্ট মিলবে। Xiaomi 14 Pro স্ট্যান্ডার্ড Xiaomi 14 মডেলের সাথে নভেম্বরের শুরুর দিকে চীনা বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story