Apple-কে টেক্কা দিয়ে বিশ্বের সর্বোচ্চ ব্রাইটনেস যুক্ত স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Xiaomi

শাওমি বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যেটুকু খবর, চলতি বছর শেষ হওয়ার আগেই Xiaomi 14 এবং Xiaomi 14 Pro বলে…

শাওমি বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যেটুকু খবর, চলতি বছর শেষ হওয়ার আগেই Xiaomi 14 এবং Xiaomi 14 Pro বলে দু’টি মডেল বাজারে আনতে চলেছে তারা। এর মধ্যে 14 Pro মডেলটির হাত ধরে শাওমি সর্বপ্রথম Qualcomm Snapdragon 8 Gen 3 চিপ ব্যবহারকারী ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হবে বলে আশা করা হচ্ছে। ডিজাইনের পাশাপাশি স্মার্টফোনটির অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য সামনে এসেছে। আর এখন, Xiaomi 14 Pro-এর ডিসপ্লে সম্পর্কে আকর্ষণীয় বিবরণ অনলাইনে ফাঁস হয়েছে।

Xiaomi 14 Pro -এর ডিসপ্লে স্পেসিফিকেশন ফাঁস

কার্তিকেয় সিং নামে এক ভারতীয় টিপস্টারের দাবি, শাওমি ১৪ প্রো-তে ৬.৭ ইঞ্চির মাইক্রো কোয়াড কার্ভড 2K C8 ডিসপ্লে থাকবে, যা ১ হার্টজ থেকে ১২০ হার্টজ ডায়নামিক এলটিপিও রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই স্ক্রিনটি গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত এবং এতে ১ মিলিমিটারের আল্ট্রা-স্লিম বেজেল দেখা যাবে। এছাড়া, স্ক্রিনটি এইচডিআর১০+, ফুল লিঙ্ক ডলবি ভিশন এবং প্রো কালার টিউনিং এবং বিশ্বের সর্বোচ্চ ৩,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। চোখের ওপর চাপ কমাতে ডিসপ্লেটিতে ২কে+হার্টজ পিডাব্লিউএম ডিমিংও অন্তর্ভুক্ত থাকবে।

Xiaomi 14 Pro -এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

শাওমি ১৪ প্রো-এর ডিসপ্লে স্পেসিফিকেশনের পাশাপাশি অন্যান্য সূত্রে আরও কিছু স্পেসিফিকেশনও সামনে এসেছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে বলে আগেই উল্লেখ করা হয়েছে। এছাড়া, এতে সর্বাধিক ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ৪,৮৬০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। উল্লেখযোগ্যভাবে, শাওমি ১৪ প্রো সম্প্রতি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটেও উপস্থিত হয়েছে। এই লিস্টিংটি প্রকাশ করেছে যে, ফোনটি ১২০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করবে।

কানেক্টিভিটির ক্ষেত্রে, Xiaomi 14 Pro স্যাটেলাইট কানেক্টিভিটি অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৫ (MIUI 15) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে৷ ফটোগ্রাফির জন্য, Xiaomi 14 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (IMX989) অন্তর্ভুক্ত থাকতে পারে৷ এর পাশাপাশি, প্রধান ক্যামেরার সাথে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ভ্যারিয়েবল অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা অবস্থান করবে।