Xiaomi 14 Pro: শাওমির সর্বশ্রেষ্ঠ স্মার্টফোন বাজারে এল, ফিচার্স শুনলে তাক লেগে যাবে!

Snapdragon 8 Gen 3 প্রসেসর চালিত বিশ্বের প্রথম ফোন হিসাবে আজ হইচই ফেলে স্ট্যান্ডার্ড এবং 'Pro' ভ্যারিয়েন্টে লঞ্চ হয়ে...
Ananya Sarkar 26 Oct 2023 10:01 PM IST

Snapdragon 8 Gen 3 প্রসেসর চালিত বিশ্বের প্রথম ফোন হিসাবে আজ হইচই ফেলে স্ট্যান্ডার্ড এবং 'Pro' ভ্যারিয়েন্টে লঞ্চ হয়ে গেল Xiaomi 14 সিরিজ। আগেই স্ট্যান্ডার্ড Xiaomi 14 মডেলটির খুঁটিনাটি তথ্য আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আমরা। এই প্রতিবেদনে রইল সিরিজের সবচেয়ে প্রিমিয়াম Xiaomi 14 Pro-র স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সহ বিশদ তথ্য।

Xiaomi 14 Pro: স্পেসিফিকেশন এবং ফিচার

শাওমি ১৪ প্রো মডেলটি, স্ট্যান্ডার্ড শাওমি ১৪-এর মতো কমপ্যাক্ট নয়। তবে, এটি বক্সি ডিজাইন এবং রিয়ার প্যানেলে বড় প্রসারিত বর্গাকার ক্যামেরা মডিউল সহ একই ডিজাইন ল্যাঙ্গুয়েজ শেয়ার করে। স্মার্টফোনটি আইপি৬৮ (IP68)-সার্টিফায়েড, যা এটি ধুলো এবং জল প্রতিরোধী। স্ক্রিনটিকে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা স্ক্র্যাচ এবং দুর্ঘটনাজনিত আঘাত থেকে রক্ষা করা হয়েছে।

ডিসপ্লের ক্ষেত্রে, Xiaomi 14 Pro-এ 2K রেজোলিউশন, ১২০ হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ১২-বিট কার্ভড-এজ স্ক্রিন রয়েছে। উল্লেখযোগ্যভাবে, স্ক্রিনে সরু ১ মিলিমিটার বেজেল এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত রয়েছে। ডিভাইসটি ৩,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে, যা এখনও পর্যন্ত স্মার্টফোনের ক্ষেত্রে সর্বোচ্চ। অডিওর ক্ষেত্রে, Xiaomi 14 Pro ডলবি অ্যাটমস ডুয়েল স্টেরিও স্পিকার অফার করবে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 14 Pro-এ লাইকা (Leica)-টিউনড ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। ডিভাইসটিতে ২৩ মিলিমিটার ফোকাল লেন্থ সহ ৫০ মেগাপিক্সেলের হান্টার ৯০০ সেন্সর, ১৪ মিলিমিটার ফোকাল লেন্থ সহ একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৭৫ মিলিমিটার ফোকাল লেন্থ সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ইউনিট আছে। ক্যামেরাগুলি ভ্যারিয়েবল অ্যাপারচার অফার করে এবং প্রাইমারি সেন্সরের পাশাপাশি টেলিফটো লেন্সটিও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে। স্মার্টফোনটি ০.৮ সেকেন্ডের মধ্যে দ্রুত ক্যামেরা খুলে শুট করবে বলে দাবি করা হয়েছে। এটি 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফির জন্য, Xiaomi 14 Pro-এর সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর রয়েছে।

পারফরম্যান্সের জন্য, Xiaomi 14 Pro মডেলটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত, যা ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ অফার করে। ডিভাইসটিতে হিট ডিসিপেশন সিস্টেম রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 14 Pro-এ ১২০ ওয়াট ওয়্যার্ড, ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৮৮০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হয়েছে। ফোনটি নতুন ডিজাইন এবং ফিচার সহ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নতুন হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে রান করে।

Xiaomi 14 Pro-এর মূল্য এবং লভ্যতা

Xiaomi 14 Pro-এর বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনটির মূল্য ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৮৯০ টাকা)। এছাড়া, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬২,৫৮০ টাকা) এবং ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৮,৭১৫ টাকা)। ডিভাইসটি হোয়াইট, ব্ল্যাক এবং গ্রীন কালার অপশনে বেছে নেওয়া যাবে। ফোনটি গ্লোবাল মার্কেটে কবে আসবে, সেসম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

Show Full Article
Next Story