Xiaomi 14 Pro: শাওমির পরবর্তী স্মার্টফোনের ক্যামেরায় চমক, প্রসেসর-ফাস্ট চার্জিং স্পিডও তাক লাগাবে

শাওমি গত এপ্রিলে Xiaomi 13 Ultra স্মার্টফোনটি লঞ্চ করেছে, যা ছিল তাদের ফ্ল্যাগশিপ Xiaomi 13 সিরিজের তৃতীয় মডেল। আর এই...
Ananya Sarkar 25 May 2023 8:43 PM IST

শাওমি গত এপ্রিলে Xiaomi 13 Ultra স্মার্টফোনটি লঞ্চ করেছে, যা ছিল তাদের ফ্ল্যাগশিপ Xiaomi 13 সিরিজের তৃতীয় মডেল। আর এই হ্যান্ডসেটটি লঞ্চ হওয়ার একমাসের মধ্যেই এখন Xiaomi 13 সিরিজের উত্তরসূরিকে নিয়ে টেক পাড়ায় আলোচনা শুরু হয়ে গেছে। এক জনপ্রিয় চীনা টিপস্টার আসন্ন Xiaomi 14 Pro মডেলের কয়েকটি স্পেসিফিকেশনের ইঙ্গিত দিয়েছে। পরবর্তী প্রজন্মের Xiaomi 14 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি অন্যবারের মতো এ বছরের শেষের দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আসুন তার আগেই আপকামিং সিরিজের ডিভাইসটির বিষয়ে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Xiaomi 14 Pro আগামী নভেম্বরে আসতে পারে বাজারে

যদিও শাওমি এখনও আনুষ্ঠানিকভাবে তাদের পরবর্তী নম্বর সিরিজের ডিভাইসের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি, তবে এখন টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন ফ্ল্যাগশিপ শাওমি ১৪ প্রো ফোনের কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরেছে। এটি SM8650 মডেল নম্বরের চিপসেট দ্বারা চালিত হবে। এটি সম্ভবত কোয়ালকমের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও, টিপস্টার জানিয়েছেন যে ডিভাইসটি একটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশি, স্মার্টফোনটা ৯০ ওয়াট এবং ১২০ ওয়াট সহ দুটি ভিন্ন ওয়্যার্ড দ্রুত চার্জিং প্রযুক্তিও সাপোর্ট করবে।

এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, তার ওপর ভিত্তি করে বলা যায়, Xiaomi 14 Pro-এর ক্যামেরা মডিউলটি উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে আসবে, যার মধ্যে ডাব্লিউএলজি (WLG) হাই-লেন্স ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। ডিজাইনের ক্ষেত্রে, Xiaomi 14 Pro ফ্ল্যাট ডিসপ্লে এবং কার্ভড ডিসপ্লে ভ্যারিয়েন্ট সহ দুটি সংস্করণে আসবে। সুতরাং, এটি সম্ভব যে দুটি সংস্করণ দুটি ভিন্ন ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করতে পারে।

Show Full Article
Next Story