তার ছাড়াই বিদ্যুৎ গতিতে চার্জ, Xiaomi 14 Pro-র বিশেষ ফিচার জীবন সহজ করে তুলবে

শাওমি গত বছরের শেষের দিকে Xiaomi 13 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি চীনে লঞ্চ করেছিল। যেগুলি ইতিমধ্যেই বিশ্ববাজারে...
Ananya Sarkar 30 May 2023 2:22 PM IST

শাওমি গত বছরের শেষের দিকে Xiaomi 13 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি চীনে লঞ্চ করেছিল। যেগুলি ইতিমধ্যেই বিশ্ববাজারে এসেছে। এবার প্রযুক্তি মহলে এটির উত্তরসূরি Xiaomi 14 সিরিজ নিয়ে জল্পনা শুরু হয়েছে। যা সম্ভবত এ বছরের শেষের দিকে লঞ্চ হবে। তার আগেই নতুন রিপোর্টের দাবি, আসন্ন সিরিজের হাই-এন্ড মডেল, Xiaomi 14 Pro দুটি ভিন্ন ভার্সনে বাজারে আসবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Xiaomi 14 Pro একটি ফ্ল্যাট এবং কার্ভড ডিসপ্লে ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে

শাওমি এই বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শাওমি ১৪ সিরিজটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে এবং এতে সম্ভবত বেস শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত থাকবে। ইতিমধ্যেই, এগুলির স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হতে শুরু করেছে। আর এখন টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন এই লাইনআপের হাই-এন্ড প্রো মডেলের ডিজাইন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। তার দাবি অনুযায়ী, কোম্পানির আসন্ন প্রিমিয়াম ফোনটি একটি বড় 2.5D ফ্ল্যাট ডিসপ্লে অফার করবে।

আবার, এই প্যানেলে একটি মিড ফ্রেমও থাকবে, যার একটি সমকোণ আকৃতি রয়েছে। এক কথায়, রেডমি ১৪ প্রো ফ্ল্যাট ডিসপ্লে সহ অন্তত একটি ভ্যারিয়েন্টে বাজারে আসবে। এর সাথেই টিপস্টার বলেছেন যে, ডিভাইসটির আরেকটি ভ্যারিয়েন্টও থাকবে, যেটিতে একটি থ্রিডি কার্ভড প্যানেল এবং চারদিকে স্লিম বেজেল দেখা যাবে। রেডমি ১৪ প্রো-এর নীচের বেজেলটি মাত্র ১ মিলিমিটার পুরু হবে। অর্থাৎ, শাওমির পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপে প্রায় সমস্ত ধরনের ডিসপ্লে ডিজাইন দেখা যেতে পারে।

এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, Xiaomi 14 Pro সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে। একটি সূত্র থেকে জানা গেছে যে, ফোনটিতে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এমনকি এও দাবি করা হয়েছে যে, ডিভাইসটি দুটি ভিন্ন ওয়্যার্ড ফাস্ট চার্জিং রেট অফার করবে, যার মধ্যে একটি ৯০ ওয়াট এবং ১২০ ওয়াট ভ্যারিয়েন্ট রয়েছে। সুতরাং, ফ্ল্যাট এবং কার্ভড মডেলগুলির চার্জিং স্পিড ভিন্ন হতে পারে।

Show Full Article
Next Story