Xiaomi 14 সিরিজের জলবা, 11 দিনে বিক্রি হল 14 লাখ স্মার্টফোন

২৬শে অক্টোবর চীনের বাজারে আত্মপ্রকাশ করে Xiaomi 14 স্মার্টফোন সিরিজ। আর ৩১শে অক্টোবর উক্ত লাইনআপের Xiaomi 14 এবং 14 Pro...
SUPARNA 13 Nov 2023 7:48 PM IST

২৬শে অক্টোবর চীনের বাজারে আত্মপ্রকাশ করে Xiaomi 14 স্মার্টফোন সিরিজ। আর ৩১শে অক্টোবর উক্ত লাইনআপের Xiaomi 14 এবং 14 Pro মডেল দুটি প্রথমবার সেলে উপলব্ধ হয়। যার পরপরই সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, প্রথম সেল শুরু হওয়ার মাত্র ৪ ঘন্টার মধ্যেই Xiaomi 14 সিরিজের প্রত্যেকটি ইউনিট বিক্রি হয়ে গেছে। সর্বোপরি সিরিজের 'Pro' মডেলটি চীনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যান্ড্রয়েড ফোন হওয়ারও তকমা পায়। আবার আজ ওয়াল স্ট্রিট ইনসাইটস (Wall Street Insights) -এর একটি লেটেস্ট রিপোর্টে দাবি করা হয়েছে যে, লেই জুন (Lei Jun) পরিচালিত ব্র্যান্ডটি গত ৩১শে অক্টোবর থেকে ১০ই নভেম্বর অর্থাৎ মাত্র ১১ দিনের মধ্যে Xiaomi 14 সিরিজের মোট ১৪.৪৭৪ লক্ষ (১.৪৪৭৪ মিলিয়ন) ইউনিট বিক্রি করেছে৷

Xiaomi 14 সিরিজের দাম

চীনে স্ট্যান্ডার্ড Xiaomi 14 মোট চারটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। নিচে প্রত্যেকটি ভ্যারিয়েন্টের দাম দেওয়া হল –

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৫০০ টাকা),
১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৪৮,৯০০ টাকা),
১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৪,৫৯৯ ইউয়ান (প্রায় ৫২,৩০০ টাকা),
টপ-এন্ড ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৯০০ টাকা)।

Xiaomi 14 Pro মডেলটিও চারটি স্টোরেজ বিকল্পের সাথে উপলব্ধ। এগুলির বিক্রয় মূল্য নিচে দেওয়া হল –

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৯০০ টাকা),
১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬২,৬০০ টাকা),
১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৮,৭০০ টাকা),
১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৪,৩০০ টাকা)।

প্রসঙ্গত Xiaomi 14 Pro Titanium Special Edition মডেলটি ৬,৪৯৯ ইউয়ান মূল্যে চীনে উপলব্ধ। এটি ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ সহ এসেছে।

Xiaomi 14 এর স্পেসিফিকেশন

কমপ্যাক্ট ডিজাইনের শাওমি ১৪ ফোনে ৬.৩৬-ইঞ্চির Huaxing C8 AMOLED ডিসপ্লে রয়েছে, যা শাওমি এবং টিসিএল (TCL)-এর যৌথ প্রয়াসে নির্মিত। এই ডিসপ্লে - ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট, ৩,০০০ নিট পিক ব্রাইটনেস, এইচডিআর১০+, এইচএলজি এবং ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর সহ এসেছে। এতে ১৬ জিবি LPDDR5x র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত UFS 8 স্টোরেজ পাওয়া যাবে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিন দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য শাওমি ১৪ মডেলে ৯০ ওয়াট ওয়্যার্ড, ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৪,৬১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। তদুপরি ক্যামেরা বিভাগের কথা বলল, ফটোগ্রাফির ক্ষেত্রে, Xiaomi 14 স্মার্টফোনে লাইকা (Leica)-ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল হান্টার ৯০০ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো ইউনিট। সেলফি ও ভিডিও কলিংয়ের ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান থাকছে। এছাড়া নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

Xiaomi 14 Pro এর স্পেসিফিকেশন

শাওমি ১৪ প্রো কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ সুরক্ষিত ৬.৭-ইঞ্চির OLED ১২-বিট কার্ভড-এজ স্ক্রিন সহ এসেছে, যা ২কে রেজোলিউশন, ৩,০০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট সাপোর্ট করে। উক্ত মডেলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নতুন হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য এই ফ্ল্যাগশিপে লাইকা (Leica)-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল - ডিভাইসটিতে ২৩ মিমি ফোকাল লেন্থ সহ ৫০ মেগাপিক্সেল হান্টার ৯০০ প্রাইমারি সেন্সর, ১৪ মিমি ফোকাল লেন্থ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৭৫ মিমি ফোকাল লেন্থ সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো ইউনিট। হ্যান্ডসেটের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য শাওমি ১৪ প্রো স্মার্টফোনে ১২০ ওয়াট ওয়্যার্ড, ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৪,৮৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতেও ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত।

Show Full Article
Next Story