অপেক্ষা শেষ, Xiaomi 14 সিরিজ লেইকা ক্যামেরা ও Snapdragon 8 Gen 3 প্রসেসরের সাথে এই তারিখে লঞ্চ হচ্ছে

Xiaomi অবশেষে তাদের Xiaomi 14 সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করল। আগামী ২৬ অক্টোবর চীনে এই সিরিজের উপর থেকে পর্দা সরানো হবে। এই সিরিজের ফোনগুলিতে থাকবে…

Xiaomi অবশেষে তাদের Xiaomi 14 সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করল। আগামী ২৬ অক্টোবর চীনে এই সিরিজের উপর থেকে পর্দা সরানো হবে। এই সিরিজের ফোনগুলিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, যাকে আগামী ২৪ অক্টোবর কোয়ালকম স্ন্যাপড্রাগন সামিটে লঞ্চ করা হবে।

Xiaomi ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, আসন্ন Xiaomi 14 সিরিজে লাইকা লেন্স থাকবে। আর এটি লেইকা সুমিলাক্স লেন্স হবে। প্রসঙ্গত, Xiaomi 12 ও Xiaomi 13 সিরিজেও লাইকা লেন্স ব্যবহার করা হয়েছিল। তবে এটি সামমাইক্রোন লেন্স ছিল।

জানিয়ে রাখি, শাওমি ১৪ ডিভাইসটিকে গিকবেঞ্চে দেখা গেছে। এখান থেকে সামনে এসেছে যে, ডিভাইসটিতে ১৬ জিবি র‌্যাম থাকবে। এটি গিকবেঞ্চে সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ২২৪৪ ও ৬৮২০ স্কোর করেছে।

উল্লেখ্য, শাওমি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, Xiaomi 14 ও Xiaomi 14 Pro ফোনে HyperOS অপারেটিং সিস্টেম থাকবে। নতুন এই অপারেটিং সিস্টেমটি MIUI এর পরিবর্তে নিয়ে আসা হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন