স্মার্টফোন দিয়েই DSLR এর কাজ, Xiaomi-র নতুন মডেলে থাকছে 1 ইঞ্চি ক্যামেরা সেন্সর
দুর্ধর্ষ ক্যামেরার জন্য Xiaomi 13 সিরিজ ক্রেতাদের মধ্যে বিশেষভাবে সমাদৃত হয়েছে। এই সিরিজের Pro এবং13 Ultra ভার্সনে মেইন...দুর্ধর্ষ ক্যামেরার জন্য Xiaomi 13 সিরিজ ক্রেতাদের মধ্যে বিশেষভাবে সমাদৃত হয়েছে। এই সিরিজের Pro এবং13 Ultra ভার্সনে মেইন ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ১ ইঞ্চি ইমেজ সেন্সর। এদিকে Xiaomi 14 সিরিজের ক্যামেরাও আপগ্রেড করা হবে বলে শোনা যাচ্ছে। তবে সূত্রের দাবি, কোনও পরিবর্তন নয়, শাওমি তার পরবর্তী ফ্ল্যাগশিপেও ১-ইঞ্চির ওই ক্যামেরা সেন্সর ব্যবহার করতে পারে।
Xiaomi 14 সিরিজে ১.৩৩ ইঞ্চির ইমেজ সেন্সর থাকার সম্ভাবনা কম
ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, বহুল প্রত্যাশিত ১.৩৩ ইঞ্চির ক্যামেরা সেন্সর (১/১.৩৩ ইঞ্চির সাথে বিভ্রান্ত হবেন না) এখনও গবেষণা এবং উন্নয়নের (R&D) পর্যায়ে রয়েছে। ফলে এটি আসন্ন Xiaomi 14 সিরিজের ফোনগুলিতে থাকার সম্ভাবনা কম। তাই এটি Xiaomi 13 সিরিজের মতো ১-ইঞ্চি সেন্সরের সঙ্গে আসবে।
এছাড়াও টিপস্টার উল্লেখ করেছেন যে, গত মার্চ মাসে লঞ্চ হওয়া নুবিয়া জেড৫০ আল্ট্রার ৩৫মিমি প্রাইমারি ক্যামেরার উদ্ভাবনী অ্যালগরিদম কিছু ক্ষেত্রে ১-ইঞ্চি সেন্সরেকেও ছাপিয়ে গেছে। ফলে আশা করা হচ্ছে যে, নুবিয়ার পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আরও ভালো ক্যামেরা সিস্টেমের সাথে আসবে।
জানিয়ে রাখি, গত বছরের শেষের দিকে লঞ্চ হওয়া শাওমি ১২এস আল্ট্রা-এ প্রথমবারের জন্য ব্যবহৃত হয় সনি আইএমএক্স৯৮৯ ১-ইঞ্চির সেন্সর, যা স্মার্টফোন প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয়। চলতি বছরে, শাওমি ১৩ প্রো এবং শাওমি ১৩ আল্ট্রা সহ বিভিন্ন মডেলের পাশাপাশি ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো এবং ভিভো এক্স৯০ প্রো প্লাসেও ১-ইঞ্চি সেন্সর ব্যবহার করা হয়েছে। তবে, বাকি ব্র্যান্ডের তুলনায় শাওমিই বর্তমানে ১-ইঞ্চি প্রাইমারি ক্যামেরা যুক্ত সবচেয়ে বেশি সংখ্যক মডেল অফার করে। এছাড়া, সনি (Sony) এবং শার্প (Sharp) - উভয়ই তাদের ফোনে ১-ইঞ্চি সেন্সর ব্যবহার করেছে।
উল্লেখযোগ্যভাবে, গত জুলাই মাসে Xiaomi 12S সিরিজটি লঞ্চ হলেও, কোম্পানিটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে "S" ব্র্যান্ডিংয়ের অধীনে কোনও নতুন ফ্ল্যাগশিপ আনবে না বলেই মনে হয়। বিভিন্ন সূত্র ইঙ্গিত দিয়েছে যে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ সম্ভবত Xiaomi 14 সিরিজটিই হবে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তিনটি মডেল - Xiaomi 14, Xiaomi 14 Pro এবং Xiaomi 14 Ultra৷ এই ডিভাইসগুলির প্রতিটি পৃথক ইভেন্টে উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে।