iPhone 15 কে টেক্কা দেওয়া Xiaomi 14 আসছে 90 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে, দেখে নিন অন্যান্য ফিচার

Xiaomi খুব শীঘ্রই নতুন Xiaomi 14 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। এক্ষেত্রে আসন্ন লাইনআপকে নভেম্বর মাসে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। জানা…

Xiaomi খুব শীঘ্রই নতুন Xiaomi 14 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। এক্ষেত্রে আসন্ন লাইনআপকে নভেম্বর মাসে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, এই নয়া সিরিজের অধীনে মোট তিনটি স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ হতে পারে, যথা – স্ট্যান্ডার্ড Xiaomi 14, Xiaomi 14 Pro এবং টপ-এন্ড Xiaomi 14 Ultra।

এই নয়া সিরিজ সম্পর্কে বিগত বেশ কয়েকমাস ধরে বিভিন্ন তথ্য সামনে আসছে। আজ আবার Xiaomi 14 সিরিজের বেস মডেলটিকে ‘কম্পালসারি সার্টিফিকেশন অফ চীন’ ওরফে CCC বা 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে দেখা গেছে। যার দরুন আনুষ্ঠানিক লঞ্চের আগেই ডিভাইসটির চার্জিং ক্যাপাসিটি এবং নেটওয়ার্ক কানেক্টিভিটি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, Xiaomi 14 ডিভাইসটি সদ্য লঞ্চ হওয়া iPhone 15 কে টেক্কা দেবে বলে অনেকে মনে করছেন।

3C বা CCC সার্টিফিকেশন সাইটে উপস্থিত হল Xiaomi 14 স্মার্টফোন

শাওমি ১৪ এর 3C লিস্টিং নিশ্চিত করেছে যে, আলোচ্য হ্যান্ডসেটটি 23127PN0CC মডেল নম্বর বহন করবে। এছাড়া জানা গেছে, এই ফোন ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫জি নেটওয়ার্কের সাপোর্ট সহ আসবে।

জানিয়ে রাখি, পূর্বসূরি Xiaomi 13 মডেলটি কেবলমাত্র ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে। অর্থাৎ উত্তরসূরিটি পূর্বসূরীর তুলনায় নজরে পড়ার মতো চার্জিং স্পিড আপগ্রেডেশনের সাথে লঞ্চ হতে চলেছে।

উপরে উল্লেখিত তথ্যাদি ব্যতীত শাওমি ১৪ ফোনের আর কোনো ফিচার 3C বা CCC সার্টিফিকেশন সাইট‌ থেকে জানা যায়নি। তবে পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, আসন্ন শাওমি ১৪ সিরিজের এই বেস মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এমআইইউআই ১৫ কাস্টম ইউজার ইন্টারফেস এবং ৪,৮৬০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে।

একই ভাবে, আলোচ্য সিরিজের টপ-এন্ড মডেল অর্থাৎ Xiaomi 14 Ultra -এর ক্যামেরা ও ডিসপ্লে ফিচারও হালফিলে ফাঁস করা হয়েছে অনলাইনে। এই হ্যান্ডসেটে – ১ ইঞ্চি সাইজের Sony LYT900 প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৩এক্স ও ৫এক্স জুম সমর্থিত এক জোড়া সহায়ক লেন্স এবং কোয়াড কার্ভড ডিসপ্লে প্যানেল দেওয়া হবে।

প্রসঙ্গত, সংস্থার তরফ থেকেও এখনো পর্যন্ত আসন্ন Xiaomi 14 স্মার্টফোন সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) তার একটি লেটেস্ট রিপোর্টে, আলোচ্য লাইনআপকে ১১ই নভেম্বর অর্থাৎ চীনে অনুষ্ঠিত ‘সিঙ্গেলস ডে’ -এর দিন ঘোষণা করা হবে বলে‌ জানিয়েছেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন