Xiaomi 14 Ultra: ব্যাটারির আয়ু একলাফে বাড়বে 17 গুণ, শাওমির নয়া ফোনে অভিনব প্রযুক্তির কামাল

শাওমি আগামীকাল চীনে একটি বড় লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে, যেখানে ব্র্যান্ডটি বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Xiaomi...
Ananya Sarkar 21 Feb 2024 8:06 PM IST

শাওমি আগামীকাল চীনে একটি বড় লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে, যেখানে ব্র্যান্ডটি বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Xiaomi 14 Ultra এবং Xiaomi Pad 6S Pro ট্যাবলেট সামনে আনবে। গত বছরের Xiaomi 13 Ultra-এর তুলনায় আপকামিং 14 Ultra মডেলটি বড় আপগ্রেড সহ আসতে চলেছে। আর এখন শাওমি সোশ্যাল মিডিয়ায় কিছু নতুন আপডেট শেয়ার করেছে, যা নিশ্চিত করছে যে Xiaomi 14 Ultra তার পূর্বসূরির তুলনায় আরও উন্নত ডিউরাবিলিটি এবং ব্যাটারি অফার করবে। চলুন তাহলে দেখে নিই, লঞ্চের একদিন আগে ফোনটির সম্পর্কে নতুন কী তথ্য জানা গেল।

শাওমি তাদের অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করে নিশ্চিত করেছে যে, শাওমি ১৪ আল্ট্রা ৫,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে, যার ফলে ব্যাটারির আয়ু পূর্বসূরির তুলনায় ১৭ শতাংশ বৃদ্ধি পাবে৷ ব্যাটারির ক্ষমতা বাড়লেও আয়তন ৮ শতাংশ কমানো হয়েছে। লেটেস্ট সিলিকন কার্বন অ্যানোড প্রযুক্তির সাহায্যে, শাওমির ব্যাটারিটি সর্বোচ্চ ৬ শতাংশ সিলিকন কন্টেন্ট অর্জন করেছে।

যদিও, কোম্পানি এখনও শাওমি ১৪ আল্ট্রা-এর ফাস্ট চার্জিং স্পিড নিশ্চিত করেনি। তবে সাম্প্রতিক রিপোর্টগুলি দাবি করেছে যে, ডিভাইসটি ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

মজবুতির প্রসঙ্গে বললে, শাওমি দাবি করেছে যে ফ্ল্যাগশিপ Xiaomi 14 Ultra-এর মিড ফ্রেমটি বেঁকে যাওয়ার ক্ষেত্রে আগের থেকে দ্বিগুণ প্রতিরোধী হবে, আর হ্যান্ডসেটের স্ক্রিনটি পতনজনিত আঘাতের বিরুদ্ধে দশগুণ বেশি প্রতিরোধ অফার করবে। আর কোনা (Kona) লেদার দিয়ে তৈরি Xiaomi 14 Ultra-এর রিয়ার প্যানেলটি ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে 13 Ultra মডেলের তুলনায় ছয়গুণ বেশি প্রতিরোধী। শাওমি নিশ্চিত করেছে যে, এই ডিভাইসটি এসজিএস (SGS) ফাইভ-স্টার ডিউরাবিলিটি সার্টিফিকেশন লাভ করেছে।

এছাড়া অফিসিয়াল ছবিগুলি ইঙ্গিত করেছে যে, Xiaomi 14 Ultra-এর ব্ল্যাক এবং হোয়াইট কালার ভ্যারিয়েন্টগুলিতে লেদার-ব্যাক থাকবে। অন্যদিকে, সম্ভাব্য ব্লু ভ্যারিয়েন্টের ব্যাক প্যানেলটি সিরামিক দ্বারা তৈরি বলে শোনা যাচ্ছে। অনুমান করা হচ্ছে যে, ডিভাইসটির হাই-এন্ড সংস্করণটি একটি বিশেষ টাইটানিয়াম ফ্রেম অপশনে আসবে।

Show Full Article
Next Story