Xiaomi 14 Ultra: iPhone 15 Pro Max-এর থেকেও দামী! কেন এত স্পেশাল শাওমির এই ফোন
বহু প্রতীক্ষিত Xiaomi 14 Ultra মডেলটি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করতে প্রায় প্রস্তুত। শাওমি ইতিমধ্যেই প্রকাশ করেছে যে...বহু প্রতীক্ষিত Xiaomi 14 Ultra মডেলটি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করতে প্রায় প্রস্তুত। শাওমি ইতিমধ্যেই প্রকাশ করেছে যে ফোনটিকে স্ট্যান্ডার্ড Xiaomi 14-এর সাথে ২৫ ফেব্রুয়ারি বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024) ইভেন্টে পেশ করা হবে। আর এখন নেদারল্যান্ডে কোম্পানির ওয়েবসাইটে Xiaomi 14 Ultra-এর ডিসকাউন্ট কুপন প্রকাশ করা হয়েছে।
Xiaomi 14 Ultra-এর দাম ফাঁস হল
শাওমি নেদারল্যান্ডস-এর ওয়েবসাইটে দুটি আলাদা কুপন রয়েছে, একটি ১০০ ইউরোর (প্রায় ৮,৯৪০ টাকা) এবং অপরটি ২০০ ইউরোর (প্রায় ১৭,৮৮০ টাকা)। স্পষ্টভাবে উল্লেখ করা না হলেও, এগুলি সম্ভবত শাওমি ১৪ এবং শাওমি ১৪ আল্ট্রা-এর জন্য। শাওমি নেদারল্যান্ডস-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ২০০ ইউরোর ছাড়ের কুপন পেতে ইউজারকে শাওমির ওয়েবসাইটে শাওমি ১৪ সিরিজের লঞ্চ ইভেন্টের লাইভ স্ট্রিমে যোগ দিতে হবে।
শাওমি-এর ওয়েবসাইটটি নির্দেশ করে যে কুপনগুলি ৩১ মার্চ পর্যন্ত বৈধ এবং এটি নির্দেশ করে যে ইউরোপে শাওমি ১৪ আল্ট্রা-এর অফিসিয়াল লঞ্চ মার্চের প্রথম দিকে হতে পারে। আগামী ২৫ ফেব্রুয়ারি বার্সেলোনায় ‘আল্ট্রা’ মডেলটি লঞ্চ হলেও সঙ্গে সঙ্গেই সমস্ত মার্কেটে বিক্রির জন্য উপলব্ধ হবে না এবং লঞ্চের তারিখ দেশভেদে পরিবর্তিত হতে পারে।
জানিয়ে রাখি, গত বছর, Xiaomi 13 Ultra ফোনটি ১,৪৯৯ ইউরো (প্রায় ১,৩৪,০০০ টাকা) মূল্যে ইউরোপে লঞ্চ হয়েছিল। শোনা যাচ্ছে, Xiaomi 14 Ultra-এর দাম হতে পারে ১,৬৯৯ ইউরো (প্রায় ১,৫১,৯০০ টাকা)। তবে, শাওমির ওয়েবসাইটে প্রকাশিত ২০০ ইউরো (প্রায় ১৭,৯০০ টাকা)-এর ডিসকাউন্ট কুপনের সাথে ক্রেতারা প্রকৃতপক্ষে শাওমি ১৪ আল্ট্রা পূর্বসূরি ১৩ আল্ট্রার লঞ্চ মূল্যের সমান দামে পাবেন। অবশ্য মনে রাখতে হবে, Xiaomi 14 Ultra-এর জন্য ১,৬৯৯ ইউরো (প্রায় ১,৫১,৯০০ টাকা) মূল্য নিশ্চিত করা হয়নি, তবে ইন্টারনেট থেকে এই তথ্যটি উঠে এসেছে।
জানিয়ে রাখি, Xiaomi 14 Ultra একটি ব্যতিক্রমী শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে, কারণ এটি ক্যামেরা সেগমেন্টে উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে আসবে। শাওমি সমস্ত ক্যামেরায় একটি ওয়াইড অ্যাপারচার অফার করবে। সম্ভবত Xiaomi 14 Ultra এখনও পর্যন্ত সবচেয়ে ওয়াইড অ্যাপারচার সহ প্রধান এবং টেলিফটো ক্যামেরা যুক্ত স্মার্টফোন হতে পারে। এছাড়াও, Xiaomi 14 Ultra-এ স্যাটেলাইট সংযোগ এবং একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে, যা এর উচ্চ মূল্যের কারণ হতে পারে।