অপেক্ষার অবসান ঘটিয়ে এই মাসেই আসতে পারে Xiaomi 14 Ultra, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
ফ্ল্যাগশিপ Xiaomi 14 সিরিজ গত বছর নভেম্বরে লঞ্চ করেছিল। ইতিমধ্যেই উত্তরসূরি Xiaomi 15 লাইনআপ জল্পনা শুরু হয়ে গেছে।...ফ্ল্যাগশিপ Xiaomi 14 সিরিজ গত বছর নভেম্বরে লঞ্চ করেছিল। ইতিমধ্যেই উত্তরসূরি Xiaomi 15 লাইনআপ জল্পনা শুরু হয়ে গেছে। এদিকে, ব্র্যান্ডটি Xiaomi 14 সিরিজের তৃতীয় তথা সবচেয়ে প্রিমিয়াম মডেল হিসেবে Xiaomi 14 Ultra গ্লোবাল মার্কেটে লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। চলতি মাসের শেষের দিকে এটি আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। কারণ শাওমি গ্রুপের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় একটি টিজার পোস্ট করেছেন, যা ফোনটির লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। এমনকি, শাওমির ভারতীয় শাখা কয়েকদিন আগে লাইকা (Leica) এবং শাওমির ব্র্যান্ডিংয়ের টিজার প্রকাশ করেছিল। Xiaomi 14 Ultra-এর গ্লোবাল ভ্যারিয়েন্টকে ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ও চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে দেখা গেছে। আর এখন সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে এটি। কি কি তথ্য উঠে এল এই সার্টিফিকেশন থেকে, আসুন জেনে নেওয়া যাক।
Xiaomi 14 Ultra পেল IMDA-এর অনুমোদন
আইএমডিএ-এর লিস্টিংটি শাওমি ১৪ আল্ট্রা-এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু প্রকাশ করেনি, তবে এটি সিঙ্গাপুরের বাজারে প্রবেশের জন্য ডিভাইসটিকে সবুজ সংকেত দেখিয়েছে। এমনকি এক চীনা টিপস্টারও দাবি করেছেন যে, এই মাসে শাওমির এই স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। সুতরাং, একাধিক সূত্রের ওপর ভিত্তি করে আশা করা যায় যে শাওমি ১৪ আল্ট্রা শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে।
সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে, শাওমি ১৪ আল্ট্রা-এর প্রাথমিক ক্যামেরাটি এফ/১.৬৩ থেকে এফ/৪.০ পর্যন্ত ভ্যারিয়েবল অ্যাপারচার রেঞ্জ অফার করবে। প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চির সনি এলওয়াইটি-৯০০ ক্যামেরা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, শাওমি ১৪ আল্ট্রা-এ ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা উপস্থিত থাকবে, যা ১২০ মিলিমিটার পর্যন্ত ফোকাল লেন্থ অফার করবে। ফোনটির কোয়াড-ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের আইএমএক্স৮-সিরিজের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের আরেকটি টেলিফটো ক্যামেরাও অন্তর্ভুক্ত থাকতে পারে।
Xiaomi 14 Ultra-এ সিরিজের ওপর দুই মডেলের অনুরূপ ডিজাইন থাকবে এবং এটি ব্লু, অরেঞ্জ ও ব্ল্যাক কালার অপশনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটি অত্যাধুনিক স্পেসিফিকেশন সহ লঞ্চ হবে। যদিও শোনা যাচ্ছে যে এতে আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে, তবে ক্যামেরাটির সম্পর্কে কোনও সুনির্দিষ্ট বিবরণ এখনও পাওয়া যায়নি।
এছাড়া, Xiaomi 14 Ultra ফোনটি ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে এবং এটি দ্বি-মুখী স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে বড় ৫,১৮০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৯০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। স্মার্টফোনটি ফেব্রুয়ারির শেষের দিকে Xiaomi Pad 7-এর পাশাপাশি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024) প্রযুক্তি সম্মেলনে আত্মপ্রকাশ করতে পারে।