16 জিবি র‌্যামের সাথে লেটেস্ট প্রসেসর, Xiaomi 14 Ultra লঞ্চ করবে সংস্থার নতুন জেনারেল ম্যানেজার

Xiaomi ব্র্যান্ডের সিইও তথা সহ-প্রতিষ্ঠাতা লেই জুন (Lei Jun) সম্প্রতি X প্ল্যাটফর্মের মাধ্যমে, উইলিয়াম লু (William Lu) -কে সংস্থার নতুন জেনারেল ম্যানেজার হিসাবে নিযুক্ত করার…

Xiaomi ব্র্যান্ডের সিইও তথা সহ-প্রতিষ্ঠাতা লেই জুন (Lei Jun) সম্প্রতি X প্ল্যাটফর্মের মাধ্যমে, উইলিয়াম লু (William Lu) -কে সংস্থার নতুন জেনারেল ম্যানেজার হিসাবে নিযুক্ত করার কথা ঘোষণা করেছেন। সর্বোপরি সংস্থার কর্ণধার আরেকটি সুখবরও দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে, নব-নিযুক্ত জেনারেল ম্যানেজার আসন্ন Xiaomi 14 Ultra ফোনের লঞ্চ ইভেন্ট পরিচালনার করবেন।

চীনা টেক জায়ান্ট শাওমির সিইও লেই জুন জানিয়েছেন, তাদের প্রথম ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি শাওমি এসইউ৭ (Xiaomi SU7) খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। আর আনুষ্ঠানিক লঞ্চের আগে এটির এখন রোড টেস্টের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এক্ষেত্রে জুন -এর বক্তব্য, তিনি বর্তমানে ইভি-ব্যবসা নিয়ে বিশেষ ব্যস্ত আছেন। তাই উইলিয়াম লু -কে শাওমি ব্র্যান্ডের জেনারেল ম্যানেজারের ভূমিকায় নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে উইলিয়াম -এর তত্ত্বাবধানেই আসন্ন ডিভাইসগুলি লঞ্চ করা হবে। এক্ষেত্রে বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ মডেল শাওমি ১৪ আল্ট্রা (Xiaomi 14 Ultra) লঞ্চ হবে উইলিয়াম লু -এর প্রথম দায়িত্ব।

লেই জুনের X পোস্টটি রিটুইট করে উইলিয়াম নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে, শাওমি ১৪ আল্ট্রা লঞ্চের বিষয়ে তিনি খুবই উত্তেজিত। এরকম একটি গুরু-দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার জন্য শাওমির সিইও -কে ধন্যবাদও জানিয়েছেন

উল্লেখ্য, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই শাওমি তাদের এই পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোনের উপর থেকে পর্দা সরিয়ে দেবে। জানিয়ে রাখি, গত সপ্তাহে ডিভাইসটি টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) এবং IMDA প্ল্যাটফর্ম দ্বারা অনুমতি পেয়েছে। আবার বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চ (GeekBench) -এও হালফিলে তালিকাভুক্ত হয় ফোনটি। সাইটটির লিস্টিং অনুসারে, Xiaomi 14 Ultra কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাথে প্রি-লোডেড হয়ে আসবে।

অন্যদিক টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) দাবি করেছেন যে, আসন্ন এই প্রিমিয়াম গ্রেডের হ্যান্ডসেটটি ৮০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং স্যাটেলাইট কানেক্টিভিটির সুবিধা অফার করবে।