টাইটেনিয়াম বডির সাথে জবরদস্ত ক্যামেরা, Xiaomi 14 Ultra কবে লঞ্চ হবে জেনে নিন
গত ২৬শে অক্টোবর চীনের বাজারে আত্মপ্রকাশ করে Xiaomi 14 স্মার্টফোন সিরিজ। তখন এই লাইনআপের অধীনে মোট দুটি ডিভাইস...গত ২৬শে অক্টোবর চীনের বাজারে আত্মপ্রকাশ করে Xiaomi 14 স্মার্টফোন সিরিজ। তখন এই লাইনআপের অধীনে মোট দুটি ডিভাইস অন্তর্ভুক্ত ছিল, যথা - স্ট্যান্ডার্ড Xiaomi 14 এবং Xiaomi 14 Pro। তবে এখন খবর পাওয়া যাচ্ছে, Xiaomi এই ফ্ল্যাগশিপ সিরিজটির হাই-এন্ড মডেল Xiaomi 14 Ultra -এর উপর কাজ শুরু করেছে। সর্বোপরি এক প্রখ্যাত টিপস্টারের দৌলতে হ্যান্ডসেটটির সম্ভাব্য আগমনের সময়সূচি প্রকাশ্যে এসে গেছে। ২০২৪ সালের প্রথম কোয়ার্টারেই Xiaomi 14 Ultra লঞ্চের মুখ দেখতে চলেছে।
Xiaomi 14 Ultra স্মার্টফোনের সম্ভাব্য লঞ্চের টাইমলাইন এল প্রকাশ্যে
জনপ্রিয় টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল (Fixed Focus Digital) সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট উইবো -তে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে, চীনে আত্মপ্রকাশ করতে চলেছে এমন বেশ কয়েকটি আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সম্ভাব্য লঞ্চের টাইমলাইন উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে চীনে স্মার্টফোন লঞ্চের কার্যক্রম ধীর হয়ে যাবে। তবে ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে আবারো নতুন ডিভাইস উন্মোচনের কাজ শুরু হবে। এক্ষেত্রে শাওমি ১৪ আল্ট্রা স্মার্টফোনটির আগামী বছরের মার্চ মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা ব্যাপক। একই সাথে, এই ত্রৈমাসিকেই হুয়াওয়ে পি৭০ (Huawei P70) সিরিজ এবং ভিভো এক্স১০০ আল্ট্রা (Vivo X100 Ultra) মডেলও চিনের বাজারে পা রাখতে পারে বলে দাবি করেছেন টিপস্টার।
আবার চীনের প্রকাশনা সংস্থা CNMO, আপকামিং শাওমি ১৪ আল্ট্রা মডেলের ফিচার ফাঁস করেছে। জানা গেছে, ডিভাইসটি পূর্বসূরির তুলনায় অধিক বড় তথা শক্তিশালী অর্থাৎ ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। জানিয়ে রাখি, শাওমি ১৩ আল্ট্রা (Xiaomi 13 Ultra) ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। এদিকে উত্তরসূরীর ক্যামেরা বিভাগেও আপগ্রেডেশন নজরে পড়তে পারে। এছাড়া শাওমি, তাদের এই আপকামিং হ্যান্ডসেটে টাইটানিয়াম বডি বিল্ড দিতে পারে বলে দাবি করা হচ্ছে। আরো সহজ করে বললে, শাওমি ১৪ প্রো (Xiaomi 14 Pro) ফোনের জন্য যেমন একটি বিশেষ টাইটানিয়াম সংস্করণ নিয়ে আসা হয়েছে, ঠিক তেমনি 'আল্ট্রা' মডেলেরও টাইটানিয়াম সংস্করণ থাকতে পারে। সিরিজের অন্যান্য মডেলের মতো শাওমি ১৪ আল্ট্রা ফোনও সংস্থার নতুন কাস্টম স্কিন হাইপারওএস (অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক) দ্বারা চালিত হবে।
Xiaomi 14 Ultra এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭-ইঞ্চির ২কে AMOLED ডিসপ্লে,
- প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট,
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিন,
- স্টোরেজ: ১২ জিবি / ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি / ১ টেরাবাইট স্টোরেজ,
- রিয়ার ক্যামেরা: OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স + Sony LYT900 সেন্সর যুক্ত চতুর্থ ক্যামেরা,
- সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং শুটার,
- ব্যাটারি: ১২০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি,
- অন্যান্য বৈশিষ্ট্য: IP68 রেটিং এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।