Xiaomi 14 Ultra এর ক্যামেরায় মুগ্ধ হবেন, বিশ্ব বাজারে লঞ্চের আগেই পেল EEC থেকে অনুমোদন

Xiaomi সম্প্রতি চীনে Xiaomi 14 ও Xiaomi 14 Pro লঞ্চ করেছে। দুটি ডিভাইসই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর সহ এসেছে।...
techgup 27 Oct 2023 7:52 PM IST

Xiaomi সম্প্রতি চীনে Xiaomi 14 ও Xiaomi 14 Pro লঞ্চ করেছে। দুটি ডিভাইসই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর সহ এসেছে। পাশাপাশি এই সিরিজে প্রথমবার Hyper OS অপারেটিং সিস্টেম দেখা গেছে। এখন আবার এই সিরিজের নতুন মডেল Xiaomi 14 Ultra, ইউরোপের EEC সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হল। আগামী বছরের শুরুতে এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে।

Xiaomi 14 Ultra ফোনকে দেখা গেল EEC পোর্টালে

ইউরেশিয়ান ইকোনমিক কমিশন (EEC) সার্টিফিকেশন সাইটে একটি নতুন শাওমি ডিভাইসকে খুঁজে পাওয়া গেছে। এর মডেল নম্বর 24030PN60G। এই একই‌ মডেল নম্বর সহ Xiaomi 14 Ultra এর আগে আইএমআই ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছিল।

ফলে বলার অপেক্ষা রাখে না যে, এই ফোনটি শীঘ্রই ইউরোপের বাজারে লঞ্চ হবে। যদি আপনি মডেল নম্বরের দিকে তাকান, তাহলে এর মধ্যে ২৪ ও ০৩ খুঁজে পাবেন। এর ফলে আমাদের মনে হয় ২০২৪ সালের মার্চে শাওমি ১৪ আল্ট্রা গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। যেহেতু মডেল নম্বরের শেষে 'G' থাকার অর্থ গ্লোবাল।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এর আগে জানিয়েছিলেন যে, শাওমি ১৪ আল্ট্রা মডেলে ১ ইঞ্চি সনি এলওয়াইটি৯০০ সেন্সর ও তিনটি ৫০ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হবে। এই ক্যামেরাগুলি কাস্টমাইজ করবে Leica। আবার এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ও ২কে রেজোলিউশনের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে।

Show Full Article
Next Story