DSLR ফেল! অনবদ্য ক্যামেরার সঙ্গে এবার ভারতে আসতে চলেছে Xiaomi 14 Ultra

শাওমি সম্প্রতি তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Xiaomi 14 Ultra লঞ্চ করেছে। এটি আবার গ্লোবাল মার্কেটে আগামী...
Ananya Sarkar 24 Feb 2024 12:00 PM IST

শাওমি সম্প্রতি তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Xiaomi 14 Ultra লঞ্চ করেছে। এটি আবার গ্লোবাল মার্কেটে আগামী সপ্তাহেই আত্মপ্রকাশ করতে চলেছে। দুর্ধর্ষ ফিচার্সের কারণে ফোনটিকে নিয়ে ক্রেতাদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। Xiaomi 14 Ultra শুধুমাত্র এক ফোন নয়, সুপারস্টার বললেও অত্যুক্তি হবে না। Xiaomi 14 Ultra-র ক্যামেরা অসাধারণ করে তুলতে কোম্পানি লাইকা (Leica)-এর সাথে হাত মিলিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, শুধু এই বছর নয়, ২০২৫ সালের মধ্যে এটি বিশ্বের সেরা ক্যামেরা ফোন হিসেবে গণ্য হবে। এখন সূত্রের দাবি, বাজার কাঁপানো এই ফোন ভারতের বাজারেও লঞ্চ করবে শাওমি।

Xiaomi 14 Ultra শীঘ্রই আসছে ভারতে

এদেশের শাওমি অনুরাগীদের মধ্যে এখন প্রশ্ন জেগেছে যে, শাওমি ১৪ আল্ট্রা কি ভারতে আসবে? এর স্পষ্ট উত্তর হল, হ্যাঁ। জিএসএমচায়না একটি রিপোর্টে ফোনটির সফ্টওয়্যার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে এবং তারা একটি ফাঁস হওয়া নথি দেখে নিশ্চিত করেছে, শাওমি ১৪ আল্ট্রা অবশ্যই ভারতে আসছে। শাওমি যেসমস্ত মার্কেটে তাদের ফোন বিক্রি করে, সেগুলির জন্য কিছু কোড ব্যবহার করে থাকে৷ গ্লোবাল মার্কেটের জন্য, এটি 'ro.boot.hwc=GL'-এর মতো, আর ভারতের জন্য এটি 'ro.boot.hwc=IN।' ফাঁস হওয়া রিপোর্টে ro.boot.hwc=GL, ro.boot.hwc=IN, ro.boot.hwc=CN - এই লাইনগুলির উল্লেখ রয়েছে।

Xiaomi 14 Ultra India

এখানে 'IN' কথাটি ভারতকে বোঝায়। আর তাই এই ম্যাজিক কোড বলছে ফোনটি এদেশে পদার্পণ করতে চলেছে খুব শীঘ্রই। এটি চীন ('CN')-এ ইতিমধ্যেই লঞ্চ হয়েছে, আর বিশ্ববাজারে ('GL')-ও আগামী সপ্তাহেই লঞ্চ করা হবে। তাই ভারতীয় ক্রেতারা শাওমি ১৪ আল্ট্রা-কে হাতে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিতে পারেন।

জানিয়ে রাখি, Xiaomi 14 Ultra-এ Qualcomm-এর লেটেস্ট এবং সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসর রয়েছে। এই অতি-দ্রুত চিপ ফোনের যাবতীয় কাজকে খুবই মসৃণ করে তোলে। Ultra মডেলের ক্যামেরা সেটআপটি হল সবচেয়ে বড় হাইলাইট। ইউজারদের মন জয় করতে আর কি চাই! অসাধারণ পোর্ট্রেট ও ভিডিও-এর সাথে Xiaomi 14 Ultra এদেশের মার্কেটে অন্যান্য ফ্ল্যাগশিপগুলিকে টেক্কা দিতে প্রস্তুত। তাই বলা যায়, Xiaomi 14 Ultra এদেশের স্মার্টফোন মার্কেটে একটি গেম-চেঞ্জার হতে চলেছে।

Show Full Article
Next Story