এই তারিখেই লঞ্চ হতে পারে Xiaomi 14 Ultra, বদলে দেবে স্মার্টফোন ক্যামেরার সংজ্ঞা!
গতকালই (৬ ফেব্রুয়ারি) শাওমি নিশ্চিত করেছে যে তারা বিশ্ব বাজারে আগামী ২৫ ফেব্রুয়ারি Xiaomi 14 সিরিজটি লঞ্চ করবে।...গতকালই (৬ ফেব্রুয়ারি) শাওমি নিশ্চিত করেছে যে তারা বিশ্ব বাজারে আগামী ২৫ ফেব্রুয়ারি Xiaomi 14 সিরিজটি লঞ্চ করবে। জানিয়ে রাখি, Xiaomi 14 এবং 14 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটি গত অক্টোবর মাসে চীনে লঞ্চ করা হয়েছিল। যেহেতু কোম্পানি গ্লোবাল মার্কেটের জন্য প্রকাশিত টিজারে "সিরিজ" শব্দটি ব্যবহার করেছে, তাই মনে করা হচ্ছে যে ব্র্যান্ডটি ওই তারিখে উভয় ফোনই লঞ্চ করতে পারে। তবে, একটি নতুন রিপোর্টে বলা হয়েছে যে Pro মডেলটি গ্লোবাল মার্কেটে আসবে না। এই মডেলটির পরিবর্তে, কোম্পানি উল্লিখিত তারিখে আরও প্রিমিয়াম Xiaomi 14 Ultra ফোনটি বিশ্ববাজারে লঞ্চ করতে পারে।
Xiaomi 14 Ultra এই মাসেই লঞ্চ হতে পারে গ্লোবাল মার্কেটে
গতকাল শাওমি দ্বারা শেয়ার করা টিজারে প্রদর্শিত বৃত্তাকার ক্যামেরা মডিউলটি চীনে উপলব্ধ শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো-এর ডিজাইনের সাথে না মেলায় শাওমি ১৪ আল্ট্রা-এর দিকে ইঙ্গিত করে, যা বৃত্তাকার ক্যামেরা মডিউল সহ আসবে বলে জানা গেছে। জিএসএমচায়না-এর রিপোর্ট অনুসারে, কোম্পানির ওয়েবসাইটে উপলব্ধ যে পেজটি শাওমি ১৪ সিরিজের জন্য কাউন্টডাউন দেখাচ্ছে, সেটির ইউআরএল (URL)-এ "N1N3" উল্লেখ করা হয়েছে, যা আসলে আসন্ন হ্যান্ডসেটগুলির অভ্যন্তরীণ মডেল নম্বর। জানিয়ে রাখি, শাওমি ১৪, শাওমি ১৪ প্রো এবং শাওমি ১৪ আল্ট্রা-এর অভ্যন্তরীণ মডেল কোড যথাক্রমে ‘N1’, ‘N2’ এবং ‘N3’ রয়েছে।
যেহেতু, ইউআরএল-এ শুধুমাত্র এন১ এবং এন৩-এর উল্লেখ করা হয়েছে, তাই মনে হচ্ছে শুধুমাত্র শাওমি ১৪ এবং শাওমি ১৪ আল্ট্রা একইসাথে আগামী ২৫ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে। অর্থাৎ, শাওমি ১৪ প্রো গ্লোবাল মার্কেটে নাও আসতে পারে। প্রসঙ্গত, প্রো ফোনটি হল শাওমি ১৪-এর ‘বড়’ সংস্করণ, যা লার্জ ডিসপ্লে এবং বৃহত্তর ব্যাটারি অফার করে৷ বাকি স্পেসিফিকেশনগুলি উভয় ফোনেই প্রায় অভিন্ন। তাই, মনে করা হচ্ছে যে প্রো ভ্যারিয়েন্টটি বিশ্ববাজারে না এনে, তার পরিবর্তে শাওমি ১৪ আল্ট্রা মডেলটি লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
ইতিমধ্যেই জানা গেছে যে, Xiaomi 14 Ultra-এ ৫০ মেগাপিক্সেলের Sony LYT-900 প্রাইমারি ক্যামেরা সমন্বিত টপ-নচ কোয়াড-ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। এটি সিরিজের বাকি দুই মডেলে মতোই Qualcomm Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে। ফোনটি সম্পর্কে আগামী দিনে আরও তথ্য প্রকাশিত হবে বলে আশা করা যায়।