Xiaomi 14 Ultra: লঞ্চের আগেই ফাঁস হল শাওমির সবচেয়ে অত্যাধুনিক ফোনের দাম

স্ট্যান্ডার্ড Xiaomi 14-এর পাশাপাশি Xiaomi 14 Ultra মডেলটি আগামী ২৫ ফেব্রুয়ারি বিশ্ববাজারে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।...
Ananya Sarkar 12 Feb 2024 2:51 PM IST

স্ট্যান্ডার্ড Xiaomi 14-এর পাশাপাশি Xiaomi 14 Ultra মডেলটি আগামী ২৫ ফেব্রুয়ারি বিশ্ববাজারে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তবে তার আগে, এই ২২ তারিখে চীনে ফ্ল্যাগশিপ ফোনটি প্রাথমিকভাবে লঞ্চ হবে বলে খবর শোনা যাচ্ছে। এবার অফিশিয়াল লঞ্চের আগেই এবার Xiaomi 14-এর দাম এবং স্টোরেজ অপশন ফাঁস হয়ে গিয়েছে।

Xiaomi 14 Ultra-এর স্টোরেজ এবং মূল্য (সম্ভাব্য)

এক্সপেরিয়েন্স মোর নামের এক চীনা টিপস্টার তার ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম) পোস্টে দাবি করেছেন যে, শাওমি ১৪ আল্ট্রা চীনে তিনটি র‍্যাম ও স্টোরেজ অপশনে লঞ্চ হবে। এগুলি হল - ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ।

Xiaomi 14 Ultra-এর মূল্য (সম্ভাব্য)

টিপস্টার আরও দাবি করেছেন যে, শাওমি ১৪ আল্ট্রা বিশেষ টাইটানিয়াম-বিল্ড ভার্সনে আসবে, যা একমাত্র ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজে পাওয়া যাবে। যদি শাওমি ১৪ আল্ট্রা-এর ১৬ জিবি+১ টিবি ভার্সনের দাম আগের প্রজন্মের ১৩ আল্ট্রা-এর মতোই হয়, তাহলে এটি ৭,২৯৯ ইউয়ান (প্রায় ৮৫,৪০০ টাকা) মূল্যে কেনা যাবে। তবে, টাইটানিয়াম সংস্করণটির জন্য আরও ৫০০ ইউয়ান (প্রায় ৫,৮৫০ টাকা) বা তার বেশি খরচ করতে হবে। দাম বৃদ্ধি পেলে, টাইটানিয়াম ভ্যারিয়েন্টের দাম প্রায় ৮,০০০ ইউয়ান (প্রায় ৯২,৩২০ টাকা) হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

Xiaomi 14 Ultra: স্পেসিফিকেশন (আনঅফিশিয়াল)

রিপোর্ট অনুযায়ী, Xiaomi 14 Ultra-এ কার্ভড-এজ সহ ৬.৭৩ ইঞ্চির ওলেড ২কে (OLED 2K) ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই স্ক্রিনে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে বলে আশা করা হচ্ছে। পারফরম্যান্সের ক্ষেত্রে, শাওমি ১৪ আল্ট্রা-তে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহৃত হবে, যা এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ (Android 14) ভিত্তিক হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে চলবে৷

ফটোগ্রাফির ক্ষেত্রে, Xiaomi 14 Ultra-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ভ্যারিয়েবল অ্যাপারচার সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের LYT-900 প্রাইমারি ক্যামেরা থাকবে বলে জানা গেছে। আর প্রধান ক্যামেরার সাথে একটি ৫০ মেগাপিক্সেলের IMX858 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ওআইএস সহ একটি ৫০ মেগাপিক্সেলের IMX858 ৩.২x টেলিফটো লেন্স এবং ওআইএস সহ একটি ৫০ মেগাপিক্সেলের ৫x পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা যুক্ত থাকতে পারে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Xiaomi 14 Ultra-এ ৯০ হার্টজ ওয়্যার্ড এবং ৫০ মেগাপিক্সেলের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,৩০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে৷

Show Full Article
Next Story