Xiaomi 14T সিরিজের ফার্স্ট লুক প্রকাশ হল, ফিচার্সে iPhone 16-কে পিছনে ফেলতে পারে

Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনগুলি চলতি মাসেই বাজারে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগে এখন এই ফোনগুলির একাধিক রেন্ডার সামনে এসেছে, যা এর সম্পূর্ণ ডিজাইন এবং কালার অপশনগুলি প্রকাশ করেছে।

Xiaomi 14T 14T Pro Renders Color Options Leak Ahead Of Launch

শাওমির লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ইউরোপে আগামী ২৬ সেপ্টেম্বর উন্মোচন করতে প্রস্তুত। এক সুপরিচিত টিপস্টার সম্প্রতি Xiaomi 14T Pro ফোনটিকে ফার্স্ট লুক শেয়ার করেছেন। আর এখন, এক জার্মান প্রকাশনা Xiaomi 14T এবং Xiaomi 14T Pro উভয় মডেলের অফিসিয়াল-লুকিং রেন্ডার শেয়ার করেছেন।

সামনে এল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনের রেন্ডার

জার্মান প্রকাশনা সংস্থা উইনফিউচার শাওমি ১৪টি এবং শাওমি ১৪টি প্রো মডেলের অফিসিয়াল লুকিং রেন্ডার শেয়ার করেছে। ইমেজ অনুযায়ী, স্ট্যান্ডার্ড মডেলটির রিয়ার প্যানেলের ওপরের বাঁদিকে বর্গাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যার মধ্যে ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেন্সর অবস্থান করছে। ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – টাইটান ব্ল্যাক, টাইটান গ্রে এবং লেমন গ্রিন। অন্যদিকে, প্রো মডেলটির রিয়ার ডিজাইনটিও একইরকম। তবে এটিকে টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে এবং টাইটেনিয়াম ব্লু কালার অপশনে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: Best 5G Mobile under 15K: ১৫ হাজার টাকার মধ্যে ভালো ৫জি মোবাইল ফোন দেখুন

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, শাওমি ১৪টি এবং শাওমি ১৪টি প্রো মডেলগুলি উভয়ই ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং আকর্ষণীয় পিক ব্রাইটনেসের সাথে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে অফার করবে বলে জানা গেছে। দুটি ফোনই লাইকা-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসবে, তবে প্রো মডেলটি তার উচ্চতর ক্যামেরা সেটআপের সাথে আলাদা হবে, যেখানে একটি লাইট ফিউশন ৯০০ সেন্সর রয়েছে, যা আগে শাওমি ১৪ মডেলে দেখা গিয়েছিল।

পারফরম্যান্সের জন্য, Xiaomi 14T হ্যান্ডসেটে MediaTek Dimensity 8300 Ultra প্রসেসরটি থাকবে। আর Xiaomi 14T Pro আরও শক্তিশালী MediaTek Dimensity 9300+ চিপসেটের সাথে আসবে। উভয় ডিভাইসই ১২ জিবি র‍্যাম এবং একাধিক পরিমাণে স্টোরেজ বিকল্প অফার করবে।

আরও পড়ুন: পুজোর আগে ক্রেতাদের মুখে হাসি ফুটিয়ে Samsung-এর স্মার্টফোনের দাম কমল

পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 14T ফোনটি ৬৭ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যেখানে Xiaomi 14T Pro ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ আসবে। উভয় মডেলেই দীর্ঘস্থায়ী কর্মক্ষমতার জন্য বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। উল্লেখযোগ্যভাবে, প্রিমিয়াম বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও Xiaomi 14T এবং Xiaomi 14T Pro মডেলের দাম প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা হচ্ছে। এগুলি যথাক্রমে ৬০০ ইউরো (প্রায় ৫৫,৮০০ টাকা) এবং ৮০০ ইউরো (প্রায় ৭৪,৪০০ টাকা) মূল্যে পাওয়া যেতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন