দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী চিপসেটের জুটি, ফাঁস হয়ে গেল Xiaomi 14T সিরিজের দাম

Xiaomi 14T সিরিজটি চলতি মাসেই বাজারে আসতে চলেছে। লঞ্চের আগে এখন এই লাইনআপের দুই হ্যান্ডসেটের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে।

Ananya Sarkar 1 Sept 2024 1:28 PM IST

গত বছর Xiaomi 14 সিরিজটি লঞ্চ করার পর, ব্র্যান্ডটি বর্তমানে Xiaomi 14T সিরিজে কাজ করছে বলে জানা গেছে। এই লাইনআপে দুটি মডেল থাকবে, এগুলি হল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro। দুটি ডিভাইসই থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন পেয়েছে এবং এগুলিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। আর এখন একটি অনলাইন রিপোর্টে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro উভয় ফোনেরই সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং মূল্যের বিবরণ প্রকাশ করা হয়েছে। এই ডিভাইসগুলি সেপ্টেম্বরে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। লঞ্চের আগে আসুন Xiaomi 14T সিরিজের ফোনগুলির সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Xiaomi 14T ফোনের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

ডিল্যাবসের রিপোর্ট অনুযায়ী, শাওমি 14টি ফোনে 6.67 ইঞ্চির 1.5কে (2712×1220p পিক্সেল) ডিসপ্লে থাকবে, যা 446 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। প্যানেলটি সাধারণ উজ্জ্বলতায় 700 নিট, হাই ব্রাইটনেস মোডে 1,600 নিট এবং এইচডিআর কনটেন্ট দেখার সময় 4,000 নিট পর্যন্ত সক্ষম হবে৷ প্যানেলে ডিসিআই-পি৩ কালার গ্যামটের সম্পূর্ণ কভারেজ রয়েছে এবং এইচডিআর10+ এবং ডলবি ভিশন সাপোর্ট করে। এটি কম ব্লু লাইটের জন্য টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland) সার্টিফায়েড এবং এআই অটোমেটিক-ব্রাইটনেস, লোকাল ম্যাপিং সহ এআই ভিডিও, এআই অ্যাডাপ্টিভ কালার, এআই টাচ কন্ট্রোল এবং এআই কেয়ার সহ এসেছে।

আরও পড়ুন: 60MP AI ক্যামেরার সাথে আসছে Huawei Mate 70 Pro, থাকবে দমদার পারফরম্যান্সের প্রসেসর

ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8300-আল্ট্রা প্রসেসর রয়েছে, যা 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের সাথে যুক্ত। এটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করবে এবং 5,000 এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে। ফোনটিতে আইপি68 ওয়াটারপ্রুফিংও থাকবে এবং এর ওজন হবে 195 গ্রাম।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 14T ফোনে লাইকা (Leica)-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসবে, যাতে রয়েছে LEICA VARIO-SUMMILUX 1:1.7-2.2/15-50 ASPH লেন্স। প্রাইমারি ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, এতে একটি 1/1.56 ইঞ্চির IMX906 সেন্সর, 1.0 মাইক্রোমিটার পিক্সেল যা 2.0 মাইক্রোমিটার সুপার-পিক্সেলে একত্রিত হতে পারে, যার ফোকাল দৈর্ঘ্য 23 মিলিমিটার, অ্যাপারচার এফ/1.62 এবং অটোফোকাস।

আরও পড়ুন: যেমন শক্তিশালী প্রসেসর তেমন প্রচুর র‍্যাম, Xiaomi 14T লঞ্চ হতে আর বেশি দেরি নেই

দ্বিতীয় ক্যামেরাটি 0.64 মাইক্রোমিটার পিক্সেল সহ একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যার ফোকাল লেন্থ 60 মিলিমিটার, অপটিক্যাল জুম 2.6x, এবং 4x জুম পর্যন্ত 100 মিলিমিটারের সমতুল্য, এফ/1.98 অ্যাপারচার, একটি 5P লেন্স এবং অটোফোকাস। তৃতীয় ক্যামেরা হল 1.12 মাইক্রোমিটার পিক্সেল সহ একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, যা 15 মিলিমিটারের সমতুল্য ফোকাল লেন্থ, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং এফ/2.2 অ্যাপারচার অফার করে। সেলফির জন্য, Xiaomi 14T-এ 0.64 মাইক্রোমিটার পিক্সেল সহ একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Xiaomi 14T Pro ফোনের স্পেসিফিকেশন

Xiaomi 14T ফোনে 144 হার্টজ রিফ্রেশ রেট, 4,000 নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর10+ সাপোর্টের মতো ফিচার সহ স্ট্যান্ডার্ড Xiaomi 14T হিসাবে একটি অভিন্ন 6.67 ইঞ্চির 1.5কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রো মডেলটিতে আরও শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর রয়েছে, যা 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটি 5,000 এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে জানা গেছে, তবে এটি 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটিতে আইপি68 ওয়াটারপ্রুফিং সার্টিফিকেশনও থাকবে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 14T Pro মডেলটিতে LEICA VARIO-SUMMILUX 1:1.6-2.2/15-60 ASPH লেন্স সমন্বিত লাইকা- টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। প্রধান ক্যামেরাটি 1/1.31 ইঞ্চির লাইট ফিউশন 900 সেন্সর ব্যবহার করে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স হবে। এটিতে 1.2 মাইক্রোমিটার পিক্সেল রয়েছে, যা 2.4 মাইক্রোমিটারের সুপার-পিক্সেলে একত্রিত হতে পারে, যার সমতুল্য ফোকাল লেন্থ 23 মিলিমিটার, 2x অপটিক্যাল সমতুল্য জুম (46 মিলিমিটার), এফ/1.62 অ্যাপারচার এবং অটোফোকাস।

আরও পড়ুন: দেশের প্রথম হেড ট্র্যাকিং ইয়ারবাড boAt Nirvana Ivy লঞ্চ হল, ফুল চার্জে চলবে 50 ঘন্টা

দ্বিতীয় ক্যামেরাটি 0.64 মাইক্রোমিটার পিক্সেল সহ একটি 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স হবে, যা একটি 60 মিলিমিটারের সমতুল্য ফোকাল লেন্থ, 2.6x জুম এবং 5x পর্যন্ত অপটিক্যাল সমতুল্য জুম (120 মিমি), এফ/1.98 অ্যাপারচার, একটি 5P লেন্স এবং অটোফোকাস সহ আসবে। তৃতীয় ক্যামেরাটি হল একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, যার 1.12 মাইক্রোমিটার পিক্সেল, একটি 15 মিলিমিটার সমতুল্য ফোকাল লেন্থ, একটি 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং এফ/2.2 অ্যাপারচার থাকবে। ফোনের সামনে 0.64 মাইক্রোমিটার পিক্সেল সহ একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করবে।

Xiaomi 14T সিরিজের মূল্য ও উপলব্ধতা (প্রত্যাশিত)

বর্তমান রিপোর্টের ওপর ভিত্তি করে, Xiaomi 14T ফোনের দাম 649 ইউরো (প্রায় 60,150 টাকা) হবে বলে আশা করা হচ্ছে, যেখানে Xiaomi 14T Pro মডেলের দাম €899 (প্রায় 83,310 টাকা) হতে পারে। এই ডিভাইসগুলি সেপ্টেম্বরে মাসে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story