Xiaomi 14T: শাওমির নতুন চমক, Leica ক্যামেরার দুর্ধর্ষ ফোন আসছে 26 সেপ্টেম্বর

বহু প্রত্যাশিত Xiaomi 14T সিরিজ লঞ্চ হতে আর বেশি দেরি নেই। সম্প্রতি এই লাইনআপের স্ট্যান্ডার্ড মডেলটির রেন্ডার ফাঁস হয়েছিল। এবার চাইনিজ টেক জায়ান্টটির তরফে ফিলিপিন্সে…

Xiaomi 14T Series Launch Date Revealed Specs Expected

বহু প্রত্যাশিত Xiaomi 14T সিরিজ লঞ্চ হতে আর বেশি দেরি নেই। সম্প্রতি এই লাইনআপের স্ট্যান্ডার্ড মডেলটির রেন্ডার ফাঁস হয়েছিল। এবার চাইনিজ টেক জায়ান্টটির তরফে ফিলিপিন্সে একটি প্রোডাক্ট লঞ্চের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। শাওমি বিস্তারিত কিছু না বললেও, সেটি Xiaomi 14T সিরিজ বলেই অনুমান করা হচ্ছে।

Xiaomi 14T সিরিজ লঞ্চ ডেট

ফিলিপিন্সের এক ই-কমার্স সাইটে শাওমির অফিশিয়াল স্টোর বিভাগে একটি প্রোডাক্ট লঞ্চ অর্ন্তভুক্ত করা হয়েছে। এটি 26 সেপ্টেম্বর লঞ্চ হবে। সূত্রের দাবি, ডিভাইসটি Xiaomi 14T ও Xiaomi 14T Pro হতে পারে। গ্লোবাল লঞ্চ তার পরেই বা আগে হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন : 1 টাকায় দিনে এক্সট্রা 1 জিবি ডেটা, Jio গ্রাহকদের 448 নাকি 449 টাকার প্ল্যানে লাভ বেশি

Xiaomi 14T সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার্স

শাওমি 14টি ও 14টি প্রো আকর্ষণীয় ফিচার্স অফার করবে। এতে 6.67 ইঞ্চি 1.5K ডিসপ্লে থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ ও ডলবি ভিশন সাপোর্ট করবে। ডিসপ্লেটি লো ব্লু লাইট নির্গমনের জন্য TUV Rheinland সার্টিফায়েড। স্ট্যান্ডার্ড মডেলটিতে MediaTek Dimensity 8300 Ultra এবং আরও পাওয়ারফুল 14T Pro ভ্যারিয়েন্টে Dimensity 9300+ প্রসেসর থাকবে।

আরও পড়ুন : Oppo Find X8: ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি, বাজারে ঝড় তুলবে ওপ্পোর নতুন স্মার্টফোন

ফটোগ্রাফির জন্য, দুই ডিভাইসে Leica টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকবে। ফোনের সামনে মিলবে 32 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা। এছাড়া, IP68 রেটিং, ওয়্যারলেস চার্জিং, ও 5000mah ব্যাটারি থাকবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন