Apple, Samsung এর পর Xiaomi ফোনেও থাকবে না চার্জার, প্রথম সিরিজ হবে Xiaomi 14T
চলতি সপ্তাহে গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে Xiaomi 14T সিরিজ। আগামী ২৬ সেপ্টেম্বর এই সিরিজের Xiaomi 14T ফোনটি বিশ্ব বাজারে...চলতি সপ্তাহে গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে Xiaomi 14T সিরিজ। আগামী ২৬ সেপ্টেম্বর এই সিরিজের Xiaomi 14T ফোনটি বিশ্ব বাজারে পা রাখবে। তবে লঞ্চ ইভেন্টর আগে শাওমি ফোন প্রেমীদের জন্য আছে খারাপ খবর। আসলে শাওমি এবার Samsung ও Apple কে অনুসরন করে তাদের Xiaomi 14T এর রিটেল বক্সে চার্জার দেবে না বলে জানা গেছে।
Xiaomi 14T সিরিজ হবে চার্জার ছাড়া শাওমির প্রথম স্মার্টফোন লাইনআপ
পরিচিত টিপস্টার Chun Bhai একটি এক্স পোস্টে দাবি করেছেন, আসন্ন Xiaomi 14T ও Xiaomi 14T Pro দক্ষিণপূর্ব এশিয়ার বাজারে চার্জার ছাড়া লঞ্চ হবে। অর্থাৎ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির রিটেল বক্সে কেবল ফোন, কেবল ও গাইড পাওয়া যাবে। উল্লেখ্য, দক্ষিণপূর্ব এশিয়ার বাজার বলতে টিপস্টার কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশকে বুঝিয়েছে।
জানিয়ে রাখি Apple প্রথম এই বিতর্কিত সিধান্ত নিয়েছিল। যেখানে iPhone 12 সিরিজ প্রথমবার কোনো চার্জার ছাড়া লঞ্চ হয়। সংস্থার তরফে দাবি করা হয় যে, পরিবেশ রক্ষার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এরপর অ্যাপলের দেখাদেখি Samsung-ও তাদের ফোনের সাথে চার্জার দেওয়া বন্ধ করে দেয়। এখন Nothing নামের আরেকটি ব্র্যান্ডও তাদের ডিভাইসের সাথে চার্জার দেয় না।
তবে এতদিন Xiaomi তাদের বাজেট ও ফ্ল্যাগশিপ ফোনের রিটেল বক্সে চার্জার দিয়ে এসেছিল। কিন্তু চীনা ব্র্যান্ডটিও এবার একই পথে হাঁটতে চাইছে। আর এটি সংস্থার জন্য বড় পদক্ষেপ হতে পারে। এমনকি সংস্থার ফোন বিক্রিতে প্রভাব ফেলতে পারে এই পদক্ষেপ।
যদিও শাওমির তরফে এখনও এই খবর নিশ্চিত করা হয়নি।ফলে মনে হচ্ছে নিশ্চিত খবর লঞ্চের দিন পাওয়া যাবে। অর্থাৎ আমাদের ২৬ সেপ্টেম্বর, Xiaomi 14T সিরিজের লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।