Xiaomi 15 Series Battery Capacity

শাওমি ১৫ ও শাওমি ১৫ প্রো ফোনে কত এমএএইচ ব্যাটারি থাকবে? লঞ্চের কয়েকদিন আগেই প্রকাশ্যে এল

Xiaomi 15 Pro Battery - শাওমি ১৫ প্রো ফোনে একই চার্জিং স্পিড সহ ৬,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আর এটি ৮.৩৫মিমি পুরু হবে এবং এর ওজন হবে ২১৩ গ্রাম।

Ankita Mondal 27 Oct 2024 4:10 PM IST

এবছর ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আমরা বড় ব্যাটারি ব্যবহার হতে দেখছি। সেই হিসেবে ধারণা করা হচ্ছিল আসন্ন শাওমি ১৫ সিরিজে বেশি ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে। যদিও এখন শাওমি ১৫ এর ব্যাটারি ক্যাপাসিটি সংস্থার তরফে লঞ্চের আগেই নিশ্চিত করা হয়েছে। জানা গেছে এতে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যেখানে পূর্বসূরিতে ৪,৬১০ এমএএইচ ব্যাটারি ছিল। এছাড়া শাওমি ১৫ স্মার্টফোনটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। এটি ৮.১মিমি পুরু হবে ও এর ওজন হবে ১৯১ গ্রাম। উল্লেখ্য শাওমি ১৪ আরও পুরু ছিল এবং এর ওজনও আরও বেশি ছিল।

এছাড়া জানা গেছে, শাওমি ১৫ ডিভাইসে ৬.৩৬ ইঞ্চি ফ্লাট অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও আল্ট্রা ন্যারো বেজেল (১.৩৮ মিমি) সহ আসবে। ডিসপ্লেটি রোদের মধ্যেও দুর্দান্ত ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দেবে। কারণ এটি সর্বোচ্চ ৩২০০ নিটস ব্রাইটনেস অফার।

শাওমি ১৫ প্রো বড় ব্যাটারি সহ লঞ্চ হবে

সিরিজের প্রো মডেল অর্থাৎ শাওমি ১৫ প্রো ফোনে একই চার্জিং স্পিড সহ ৬,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে শাওমি সম্প্রতি নিশ্চিত করেছে। আর এটি ৮.৩৫মিমি পুরু হবে এবং এর ওজন হবে ২১৩ গ্রাম। আর বড় ব্যাটারি দেওয়া হলেও এটি তুলনামূলকভাবে কম্প্যাক্ট ডিজাইন সহ আসবে।

এছাড়া সামনে এসেছে যে, শাওমি ১৫ ডিভাইসে ৩.২এক্স টেলিফটো লেন্স থাকবে, যেখানে প্রো মডেলে ৫এক্স পেরিস্কোপ লেন্স পাওয়া যাবে। শাওমি ১৫ প্রো ফোনের ডিসপ্লে ও ক্যামেরার উপর কোয়াড কার্ভড গ্লাস ব্যবহার করা হবে। পারফরম্যান্সের জন্য দুটি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে। আগামী ২৯ অক্টোবর শাওমি চীনে উভয় ডিভাইস লঞ্চ করতে চলেছে।

উল্লেখ্য, এই সিরিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনটিও শীঘ্রই বাজারে আসতে চলেছে। এতে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে খবর সামনে এসেছে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এটি ৮.৫মিমি পুরু হবে এবং এর ওজন হবে ২২৪ গ্রাম।

Show Full Article
Next Story