ফোনের ইতিহাসে প্রথমবার! Xiaomi 15 পাওয়া যাবে মোট ২৮টি রঙে

Xiaomi 15 28 Different Colour - শাওমি ১৫ দুর্দান্ত ক্যামেরা, লেটেস্ট প্রসেসর এবং ঝকঝকে ডিসপ্লে-সহ একাধিক চমক রয়েছে এতে। শুধু তাই নয়, চীনে এই ফোন ২৮টি রঙে পাওয়া যাচ্ছে।

Suvrodeep Chakraborty 8 Nov 2024 5:43 PM IST

চীনের পর এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত স্মার্টফোন শাওমি ১৫। দুর্দান্ত ক্যামেরা, লেটেস্ট প্রসেসর এবং ঝকঝকে ডিসপ্লে-সহ একাধিক চমক রয়েছে এতে। শুধু তাই নয়, চীনে এই ফোন ২৮টি রঙে পাওয়া যাচ্ছে। এখনও অবধি বাজারে আর কোনও স্মার্টফোনের এতগুলো রংয়ের বিকল্প পাওয়া যায় না; সে আইফোনই বলুন কিংবা স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ।

চলুন দেখে নেওয়া যাক কী কী রঙে পাওয়া যায় শাওমি ১৫ সিরিজ

স্ট্যান্ডার্ড এডিশন ৪টি রঙ - সাদা, কালো, সবুজ এবং বেগুনি। এই রঙের বিকল্পগুলিতে অন্য কোনো শেড উপস্থিত নেই। অর্থাৎ এগুলিতে একসঙ্গে দুরকম রঙ দেখা যাবে না। যদিও স্ট্যান্ডার্ড এডিশনে লিকুইড সিলভার নামে আরেকটি ভ্যারিয়েন্ট আছে। এটির মাত্র কয়েকটি ইউনিট বিক্রি করা হবে।

ডায়মন্ড লিমিটেড এডিশন - ন্যানো টেক ভেগান লেদার সঙ্গে সাদা, ধূসর এবং কমলা রঙ। সব রঙের বিকল্পগুলির রিয়ার ক্যামেরায় সোনালী টেক্সচার রয়েছে।

কাস্টম এডিশন - গোলাপি, সবুজ, লাল, নীল, কমলা এবং বেগুনি সহ মোট ২০টি রঙ। এখানে প্রথম ছয়টি রঙের পর এবার সব মডেলে বিভিন্ন রঙের মিশ্রণ দেখা যাবে। অর্থাৎ কেউ চাইলে সোনালি রঙের সাথে কালো ফ্রেম বেছে নিতে পারবেন।

অর্থাৎ তিন এডিশন মিলিয়ে ২৮টি রংয়ে পাওয়া যাবে শাওমি ১৫ সিরিজ। এর মধ্যে সবথেকে দামি এডিশন ডায়মন্ড লিমিটেড এডিশন। সিলভার টেক্সচারের পাশাপাশি এই ফোনে আছে আসল হীরে। এটি এই সিরিজের সবথেকে দামি ও প্রিমিয়াম এডিশন এবং এই ফোনটি অল্প সংখ্যায় বাজারে উপস্থিত।

আইফোন এবং স্যামসাং গ্যালাক্সির অন্যতম বিকল্প হিসাবে ইতিমধ্যে জনপ্রিয় উঠেছে শাওমির এই স্মার্টফোন। ১৩ সিরিজ থেকেই দুই কোম্পানিকে জোরদার টেক্কা দিচ্ছে শাওমি। নতুন ফোনের সঙ্গে প্রতিযোগিতা আরও জমিয়ে তুলেছে চীনা সংস্থাটি।

শাওমি ১৫ ফোনে ৮কে ভিডিয়ো রেকর্ড করা যাবে। ফ্রন্ট ক্যামেরায় রেকর্ড করা যাবে ৪কে ভিডিয়ো। এটির ব্যাক প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপর্ট। ব্যাকে যে তৃতীয় ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স আছে তা দিয়ে ১১৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার পাওয়া যাবে।

Show Full Article
Next Story